Advertisement
Advertisement
IPL 2024

তীব্র জল সংকটে ভুগছে বেঙ্গালুরু! বিরাটদের হোম ম্যাচ আয়োজন করা যাবে তো?

পরিস্থিতি যে অত্যন্ত জটিল, তা বুঝতে পারছেন কর্নাটক ক্রিকেট সংস্থার কর্তারা।

Major water crisis in Bengaluru, Big questions on hosting RCB home matches in IPL 2024

বেঙ্গালুরুতে জলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে!

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 11, 2024 8:43 pm
  • Updated:March 13, 2024 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chellengers Bangalore)। আর এর পর থেকেই যত সমস্যার সূত্রপাত। ২৫ মার্চ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নিজেদের হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)-ফ্যাফ ডু প্লেসিরা (Faf du Plessis)। কিন্তু প্রশ্ন হল সেই ম্যাচ আদৌ আয়োজন করা যাবে তো? আরও বড় প্রশ্ন হল ক্রোড়পতি লিগে সব হোম ম্যাচ আরসিবি (RCB) আয়োজন করতে পারবে তো? কারণ এই মুহূর্তে তীব্র জল সংকটে ভুগছে বেঙ্গালুরু শহর।

পরিস্থিতি যে অত্যন্ত জটিল, তা বুঝতে পারছেন কর্নাটক ক্রিকেট সংস্থার কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলে দিয়েছেন, “পরিস্থিতি খুব কঠিন। এটা নিয়ে আমরা জরুরিকালীন বৈঠকে বসছি। তার আগে পর্যন্ত আর কিছু বলা সম্ভব নয়।”

Advertisement

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে কিপার হিসেবে খেলবেন পন্থ? বড় বার্তা দিলেন বোর্ড সচিব জয় শাহ]

কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে এখন তীব্র আকার নিয়েছে জল সংকট। পরিস্থিতি এতটাই খারাপ যে, ঘরে ঘরে জল পৌঁছচ্ছে না। জলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। কর্নাটক ক্রিকেট সংস্থা জরুরিকালীন বৈঠক ডেকে এই নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে।

বেঙ্গালুরুতে জলসঙ্কট নতুন নয়। সমস্যা মেটানোর জন্য ৭০০-৮০০ টাকায় জলের ট্যাঙ্কার পাওয়া যেত। কিন্তু তাই এখন ২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তা দিয়েও শহরবাসীর দাবি মেটানো যাচ্ছে না। এমন যদি চলতে থাকে, খুব শিগগিরই বেঙ্গালুরু শহর উদ্বেগের কারণ হয়ে উঠবে। জনগণ যখন জলের সঙ্কটে হাঁসফাঁস করছে, তখন আইপিএলের মতো বিনোদনের পিছনে কি গ্যালন-গ্যালন জল ঢালা সম্ভব? উঠছে প্রশ্ন।

সারা শহর জুড়ে কার্যত খরা দেখা দিয়েছে। পানীয় জলের জলের সংকটে পড়েছে সিলিকন শহর বেঙ্গালুরু। বাসিন্দারা জলসঙ্কট মেটাতে বিপুল অর্থ খরচ করে নিয়মিত জল কিনছেন। এই পরিস্থিতি আইপিএলে আরসিবির ঘরের ম্যাচ আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে থাকছে বড়সড় প্রশ্ন। ক্রিকেট ম্য়াচ আয়োজন করতে গেলে প্রচুর জল লাগে। বিশেষ করে পিচ তৈরিতে বিপুল জলের প্রয়োজন। সারা রাজ্য জুড়ে যখন খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন ক্রিকেট ম্যাচ আয়োজন করা যায় কি, এ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শহরবাসী। আরসিবির ম্যাচ অন্যত্র সরানোর দাবি তুলতে শুরু করে দিয়েছে তাঁরা। এখন এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

[আরও পড়ুন: অজিদের কাছে হারলেও, কোন ছকে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে পারে টিম ইন্ডিয়া?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement