Advertisement
Advertisement

Breaking News

Mahendra Singh Dhoni

আরও একবার মন জিতলেন এমএস ধোনি! কিন্তু কীভাবে? রইল সেই ভাইরাল ভিডিও

আরও একবার ভাইরাল হলেন 'ক্যাপ্টেন কুল'।

Mahendra Singh Dhoni’s heartwarming gesture delights fan on birthday। Sangbad Pratidin

আরও একবার মহানুভবতার পরিচয় দিলেন মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 12, 2024 3:05 pm
  • Updated:January 12, 2024 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের বেশি সময় হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বছরের একটা নির্দিষ্ট সময় তাঁকে আইপিএল-এর (IPL) মঞ্চে দেখা যায়। প্রায় সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে ওঠেন। তিনি এক ও অদ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। মাঠ এবং মাঠের বাইরে তিনি যেখানেই থাকুন, তাঁকে ঘিরে থাকে অগণিত ভক্ত। কিন্তু ধোনির প্রতি ভালোবাসা কোন পর্যায়ে যেতে পারে, সেটা অনেকবার দেখা গিয়েছে। তবে তিনি কতটা বন্ধু বৎসল সেটা এবার এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল।

এক সমর্থকের জন্মদিনে কেক কেটে ও সেই ব্যক্তিকে মিষ্টি খাইয়ে সেলিব্রেট করলেন ‘ক্যাপ্টেন কুল’। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় সমর্থকের জন্মদিন পালনের সঙ্গে গান গাইছেন টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। স্বভাবতই সেই সমর্থক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি ভাবতেই পারছি না। মাহি ভাইয়া আমাকে কেক খাইয়ে দিচ্ছে! ভাবলেই অবাক লাগছে।’

Advertisement

[আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে ফের কোভিডের হানা! পজিটিভ হয়ে ছিটকে গেলেন কোন তারকা স্পিনার?]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raushan Kumar Mehta (@raushankumarexe)

অবশ্য সমর্থকদের প্রতি ধোনির ভালোবাসার এমন মুহূর্ত আগেও দেখা গিয়েছে। সমর্থকদের কাছ থেকে তাদের মোবাইল হাতে নিয়ে, সেলফিও তুলেছেন। কয়েক মাস আগে এক সমর্থককে দেখে ঝাড়খণ্ডের বাইপাসে বাইক দাঁড় করিয়েছিলেন ধোনি। সেই ছেলেটিকে সাহায্য করার জন্য। আর এবার এক সমর্থকের জন্মদিনে মেতে উঠলেন তিনি।

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন। আর তাই বন্ধুদের সঙ্গে সময় কাটালেও, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক আসন্ন আইপিএলের জন্য তৈরি হচ্ছেন। তাঁর ব্যাটিংয়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরালও হয়েছে। এখন ‘ক্যাপ্টেন কুল’ সিএসকে শিবিরে সর্বাধিক ষষ্ঠবার ট্রফি তুলে দিতে পারেন কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: শূন্য থেকে ১০০! কয়েক ঘণ্টার মধ্যে কোন রেকর্ডের মালিক হলেন রোহিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement