সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটবে? শেষ পর্যন্ত কি মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket) খেলতে দেখা যাবে? এবার তেমনই সম্ভাবনা জোরাল হল। কারণ লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা এমনটাই দাবি করেছেন। রাঁচিতে এই মুহূর্তে চলছে লেজেন্ডস লিগ ক্রিকেট। সেখানে গিয়ে ধোনির সঙ্গেও দেখা করেন তিনি। সেই ছবি নিজের X হ্যান্ডেলেও তুলে ধরেছেন তিনি।
লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা বলেছেন, “ভবিষ্যতে লেজেন্ডস লিগ ক্রিকেটকে আরও বড় আকারে দেখতে চাই। সেইজন্য ধোনির অনেকক্ষণ আলোচনাও হয়েছে। আমি চাই ধোনি আমাদের প্রতিযোগিতায় যোগ দিয়ে কয়েকটা ম্যাচ খেলুক।”
Good start is half the battle won. We @llct20 came to Ranchi on a mission. Not just won hearts of thousands of fans but met the “Legend” in his town. Just Honoured!! It’s time to scale up and move ahead. #LegendsLeagueCricket #msdhoni pic.twitter.com/uz87MZ7seM
— Raman Raheja (@ramanraheja) November 23, 2023
ইতিমধ্যেই ফের একবার শুরু হয়ে গিয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেটের আরও একটি মরশুম। গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং, রবিন উথাপ্পার মতো ক্রিকেটার রয়েছেন। কিন্তু ধোনি সেই প্রতিযোগিতায় খেলছেন না। শুধুই আইপিএলে খেলা, না কি তার পিছনে রয়েছে অন্য কোনও কারণ? বছর তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এখন তিনি শুধুই আইপিএলে খেলেন। লেজেন্ডস লিগে খেলতে তাঁর সমস্যা কোথায়? না কি ধোনি নিজেই এই প্রতিযোগিতায় খেলা থেকে নিজেকে সরিয়ে রাখছেন?
ধোনির না খেলার নেপথ্যে রয়েছে বোর্ডের আইন। বোর্ডের নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার ভারতের ক্রিকেট থেকে সম্পূর্ণ ভাবে অবসর নিয়ে ফেললে তবেই বিদেশের কোনও লিগে খেলতে পারবেন। ভারতীয় ক্রিকেট বলতে জাতীয় দলের ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল, তিনটিকেই বোঝানো হচ্ছে। ধোনি এখনও আইপিএলে খেলেন। তাই বোর্ডের নিয়মের জাঁতাকলে পড়ে বিদেশের কোনও লিগে খেলা হবে না। আইপিএলে খেলা ছেড়ে দিলেই তিনি বিদেশি লিগে খেলতে পারবেন। পুরোটাই অবশ্য নির্ভর করছে ধোনির ইচ্ছের উপরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.