চাঁদে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখে ধোনির সেলিব্রেশন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু আসমুদ্র হিমাচল নয়। গোটা দুনিয়ার চোখ ছিল ভারতের (India) দিকে। সেই তালিকায় মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) বাদ যাবেন, সেটা আবার হয় নাকি! বুধবার অর্থাৎ ২৪ আগস্ট সন্ধে ৬:০৪ মিনিটে ঐতিহাসিক মুহূর্ত ঘটার আগে থেকে বাকিদের মতো ‘ক্যাপ্টেন কুল’-এর (Captain Cool) চোখও টেলিভিশনের পর্দায় ছিল।
‘ল্যান্ডার বিক্রম’ (Lander Vikram) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতেই বন্ধুদের সঙ্গে সেলিব্রেশনে মজে উঠেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। সেখানে দেখা গিয়েছে নীল হাতকাটা টি-শার্ট ও হাফপ্যান্ট পরে টেলিভিশনে ভারতের ঐতিহাসির মুহূর্ত দেখছিলেন ধোনি। ডান হাতে কোমর বাজিয়ে তালিও দিচ্ছিলেন। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
MS Dhoni celebrating the success of Chandrayaan 3.
Video of the day! pic.twitter.com/3YdPpOzLx4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 23, 2023
এদিকে শুধু ধোনি নন। তাঁর একমাত্র কন্যা জিভার একটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হয়ে গিয়েছে। ভারত চাঁদ হাতে পেতেই আনন্দে লাফিয়ে ওঠে স্কুলে যাওয়া জিভা। সেই ভিডিও আবার ধোনির স্ত্রী সাক্ষী পোস্ট করেছেন।
চন্দ্রাভিযান সফল হয়েছে ভারতের। বুধবার সন্ধেয় চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ‘ল্যান্ডার বিক্রম’। বৃহস্পতিবার সকালে এর পেট থেকে বেরিয়ে পড়েছে রোভার প্রজ্ঞানও। ইসরোর বিজ্ঞানীদের সমস্ত প্রশ্নের জবাব দিতে তৈরি হয়ে কাজ শুরু করেছে বিক্রম ও প্রজ্ঞান। বিক্রমকে ‘গুডবাই’ বলে বেরিয়ে পড়ার সময়কার ছবিও ধরা রয়েছে ইসরোর চন্দ্রযান ৩-এ। সেই ছবি পৃথিবীতে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম।
Ziva ❤️ pic.twitter.com/y4LfWAFpHg
— ™ (@Itzshreyas07) August 23, 2023
চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। আগামী ১৪ দিন রোভারটি চাঁদে কাজ করবে। এর শক্তির উৎস সূর্য। সেই মুহূর্ত তারিয়ে তারিয়ে উপভোগ করেছে ধোনি ও তাঁর পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.