Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

‘ওকে এবার ভুলে যাও’, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বুমরাহর বিকল্প বেছে নিলেন মদনলাল

সেপ্টেম্বর থেকে খেলছেন না বুমরাহ।

Madan Lal picks replacement for Jasprit Bumrah for WTC final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 4, 2023 1:11 pm
  • Updated:March 4, 2023 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট বড় বালাই। জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) পিঠের চোট সারাতে উড়ে যাবেন নিউজিল্যান্ড। অকল্যান্ডে হবে তাঁর অস্ত্রোপচার। এমনটাই খবর। ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহর অস্ত্রোপচার করা হবে। কিন্তু ভারতের প্রাক্তন তারকা মদনলাল জানিয়ে দিলেন, বুমরাহর কথা মাথা থেকে সরিয়ে ফেলা উচিত ভক্তদের। ইংল্যান্ডে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে সুযোগ পাবেন উমেশ যাদব। এমনটাই জানিয়েছেন মদনলাল (Madanlal)।

এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলে নামতে পারবেন না বুমরাহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেও সুস্থ হবেন না এই পেসার। ওয়ানডে বিশ্বকাপের আগে যাতে সুস্থ হয়ে যান বুমরাহ, সেই কারণেই অস্ত্রোপচারের রাস্তা নেওয়া হচ্ছে। 

Advertisement

[আরও পড়ুন:  ‘ওর এক পা চণ্ডীগড়ে, আরেক পা হরিয়ানায়’, অজি ব্যাটার ট্রেভিস হেডকে স্লেজিং ভারতীয় তারকার]

 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বুমরাহকে নজরে রাখছে। মদনলাল বলছেন, ”বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উমেশ যাদবকে দলে নেওয়া হবে। সেখানে কমপক্ষে তিন জন পেসারকে দরকার। একজন মাত্র স্পিনার সুযোগ পাবে। বুমরাহকে এবার ভুলে যাও। ওকে এবার ছেড়ে দাও তোমরা। যখন বুমরাহ ফিরবে, তখন ওকে নিয়ে ভাবনাচিন্তা করা যাবে। যারা হাতে আছে, তাদের এখন ব্যবহার করা উচিত। কবে বুমরাহ ফিরবে, তা এখনই বলা কঠিন। এক বছরও হতে পারে, দে়ড় বছরও হতে পারে। দীর্ঘসময় ধরে বুমরাহ খেলছে না। তার অর্থই হল ওর চোট গুরুতর।”

সেপ্টেম্বর থেকে খেলছেন না বুমরাহ। মদনলাল বলছেন, ”চোট সারিয়ে উঠতে সর্বাধিক তিন মাস সময় লাগে। পিঠের অস্ত্রোপচারের পরে মাঠে ফিরতে চার মাস সময় লেগেছে হার্দিক পান্ডিয়ার। মাঠে ফেরার পরে এই বুমরাহ-ই যে আগের মতো খেলবে তার গ্যারান্টি কী? আগের বুমরাহকে দেখতে হলে সময় দিতে হবে।”

[আরও পড়ুন: মন্দিরে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা বিরাট-অনুষ্কার, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement