সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। সোমবার লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ২১ রানে হারাল সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে।
এদিন সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে তোলে ৩ উইকেটে ১৫১ রান। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স দলের হয়ে অভিষেক পোড়েল (৪০), করণ লাল (৫৩) এবং সন্দীপ তোমার (৩৬) উল্লেখযোগ্য রান করেন। সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স দলের হয়ে সূরয জয়সওয়াল ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শিলিগুড়ি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে তাদের। ফলে পার্টনারশিপও গড়ে ওঠেনি। সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন তরুণ গোদারা (৩২) ও আকাশদীপ (৩৪)। শেষের দিকে নেমে আকাশদীপ মারমুখী ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করলেও তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয় দিনের শেষে। শেষমেশ ১৩০ রানে থেমে যায় শিলিগুড়ি। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বোলারদের মধ্যে সায়ন ঘোষ তিনটি উইকেট নেন। অনন্ত সাহা ও সৌরভ শ্রীবাস্তব ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন করণলাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.