Advertisement
Advertisement
Virat Kohli

থামছে না বিতর্ক, এবার গম্ভীরকে পাশে নিয়ে নাম না করে কোহলিকে ‘বিরাট’ বার্তা নবীনের

গম্ভীরের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আফগান ক্রিকেটার।

LSG pacer Naveen-ul-Haq shared another cryptic post on Instagram | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2023 12:01 pm
  • Updated:May 7, 2023 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও ‘গম্ভীর’ হচ্ছে কোহলি বনাম গৌতম বিতর্ক। কোহলি বোর্ড কর্তাদের চিঠি লেখার পর ঘুরিয়ে ওই দিনের ঝামেলা নিয়ে বিরাটকে বার্তা দিয়ে দিলেন ঝামেলার কেন্দ্রবিন্দুতে থাকা নবীন-উল হকও। তাঁর বক্তব্য, ‘মানুষের সঙ্গে তেমনই আচরণ করা উচিত, যেমনটা তুমি তাঁর কাছে প্রত্যাশা করো।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Naveen ul haq Murid (@naveen_ul_haq)

Advertisement

উল্লেখ্য, সোমবার আইপিএলে (IPL) আরসিবি (RCB) বনাম লখনউ (LSG) ম্যাচের পরেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একে অপরের দিকে তেড়েও যান দুই তারকা। কোনওমতে পরিস্থিতি সামাল দেন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। আসলে কোহলি ম্যাচ চলাকালীন নবীনকে জুতো দেখিয়েছিলেন। সেই বিতর্কের রেশ গড়িয়ে যায় ম্যাচের শেষ পর্যন্ত। তারপরেই গম্ভীর ও কোহলির বিরাট অঙ্কের জরিমানার শাস্তি ঘোষণা করা হয় আইপিএলের তরফে।

[আরও পড়ুন: অন্ধকারেও কথার ‘আলো’, বিদ্যুৎহীন অবস্থাতেও নিজের ভাষণ চালিয়ে গেলেন রাষ্ট্রপতি!]

সেই ঘটনার পর দুই তারকারই কমবেশি সমালোচনা করেছে ক্রিকেট মহল। প্রাক্তনীরা থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী, সকলেই এই ঘটনাকে অনভিপ্রেত বলে মনে করছে। যদিও পরে বিরাট বিসিসিআইয়ের একাধিক কর্তাকে চিঠি লিখে বিরাট দাবি করেছেন, ওই ঘটনায় তাঁর কোনও দোষ ছিল না। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই কর্তাদের কোহলি জানিয়েছেন তাঁর হতাশার কথা। পুরো ম্যাচ ফি কেটে নেওয়া ভাল ভাবে নেননি বিরাট। সেটাই তিনি জানিয়েছেন বোর্ড কর্তাদের। কোহলি সংশ্লিষ্ট কর্তাদের জানিয়েছেন, ঝামেলার সময়ে তিনি নবীন উল হক বা গম্ভীরকে এমন কিছু বলেননি যার জন্য একশো শতাংশ জরিমানা করা হবে।

[আরও পড়ুন: একাধিকবার হাজিরা এড়িয়ে অবশেষে দিল্লির ইডি দপ্তরে TMC বিধায়ক জাকির হোসেন]

এদিন ইনস্টাগ্রামে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করে সরাসরি না হলেও ঘুরিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন নবীন। গম্ভীরকে পাশে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নবীন। সেই সঙ্গে লিখেছেন,”মানুষের সঙ্গে তেমনই আচরণ করো, যেমনটা তুমি তাঁর কাছে প্রত্যাশা করো। তেমনভাবেই কথা বলো, যেমনভাবে তুমি শুনতে চাও।” অর্থাৎ নবীনের বক্তব্য, তুমি আমার সঙ্গে যেমন আচরণ করবে, তেমনটাই ফেরত পাবে। গম্ভীরের সঙ্গে ছবি পোস্ট করে নবীনের এই বার্তা যে আসলে বিরাটের জন্যই, সেটা বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement