সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও ‘গম্ভীর’ হচ্ছে কোহলি বনাম গৌতম বিতর্ক। কোহলি বোর্ড কর্তাদের চিঠি লেখার পর ঘুরিয়ে ওই দিনের ঝামেলা নিয়ে বিরাটকে বার্তা দিয়ে দিলেন ঝামেলার কেন্দ্রবিন্দুতে থাকা নবীন-উল হকও। তাঁর বক্তব্য, ‘মানুষের সঙ্গে তেমনই আচরণ করা উচিত, যেমনটা তুমি তাঁর কাছে প্রত্যাশা করো।’
View this post on Instagram
উল্লেখ্য, সোমবার আইপিএলে (IPL) আরসিবি (RCB) বনাম লখনউ (LSG) ম্যাচের পরেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একে অপরের দিকে তেড়েও যান দুই তারকা। কোনওমতে পরিস্থিতি সামাল দেন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। আসলে কোহলি ম্যাচ চলাকালীন নবীনকে জুতো দেখিয়েছিলেন। সেই বিতর্কের রেশ গড়িয়ে যায় ম্যাচের শেষ পর্যন্ত। তারপরেই গম্ভীর ও কোহলির বিরাট অঙ্কের জরিমানার শাস্তি ঘোষণা করা হয় আইপিএলের তরফে।
সেই ঘটনার পর দুই তারকারই কমবেশি সমালোচনা করেছে ক্রিকেট মহল। প্রাক্তনীরা থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী, সকলেই এই ঘটনাকে অনভিপ্রেত বলে মনে করছে। যদিও পরে বিরাট বিসিসিআইয়ের একাধিক কর্তাকে চিঠি লিখে বিরাট দাবি করেছেন, ওই ঘটনায় তাঁর কোনও দোষ ছিল না। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই কর্তাদের কোহলি জানিয়েছেন তাঁর হতাশার কথা। পুরো ম্যাচ ফি কেটে নেওয়া ভাল ভাবে নেননি বিরাট। সেটাই তিনি জানিয়েছেন বোর্ড কর্তাদের। কোহলি সংশ্লিষ্ট কর্তাদের জানিয়েছেন, ঝামেলার সময়ে তিনি নবীন উল হক বা গম্ভীরকে এমন কিছু বলেননি যার জন্য একশো শতাংশ জরিমানা করা হবে।
এদিন ইনস্টাগ্রামে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করে সরাসরি না হলেও ঘুরিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন নবীন। গম্ভীরকে পাশে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নবীন। সেই সঙ্গে লিখেছেন,”মানুষের সঙ্গে তেমনই আচরণ করো, যেমনটা তুমি তাঁর কাছে প্রত্যাশা করো। তেমনভাবেই কথা বলো, যেমনভাবে তুমি শুনতে চাও।” অর্থাৎ নবীনের বক্তব্য, তুমি আমার সঙ্গে যেমন আচরণ করবে, তেমনটাই ফেরত পাবে। গম্ভীরের সঙ্গে ছবি পোস্ট করে নবীনের এই বার্তা যে আসলে বিরাটের জন্যই, সেটা বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.