Advertisement
Advertisement
Dhoni

দশে চার পাওয়ার যোগ্য!‌ রাজস্থান ম্যাচে অধিনায়কত্ব নিয়ে ধোনিকে তোপ শেহওয়াগ–গম্ভীরের

এদিকে, বড়সড় দুঃসংবাদ পেল সানরাইজার্স হায়দরাবাদ।

Looked like MS Dhoni wasn't even trying, will rate his captaincy 4 out of 10: Virender Sehwag | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:September 23, 2020 5:07 pm
  • Updated:September 23, 2020 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ IPL-এর শুরুতে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে হেরে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এবার এর মধ্যেই ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন সতীর্থ এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। বীরু ছাড়াও ধোনির সমালোচনা শোনা গিয়েছে গৌতম গম্ভীরের মুখে। তিনি আবার শেষ ওভারে মাহির তিনটি ছয় মারাকে কটাক্ষও করেছেন। তবে সবারই এক প্রশ্ন, এত পরে ব্যাটিং করতে কেন নামলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)?‌

[আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নয়, ২০২২ সালে ভারতে আয়োজিত হতে পারে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ]

রাজস্থান বনাম চেন্নাই ম্যাচে ধোনির অধিনায়কত্বের বিশ্লেষণ করতে গিয়ে শেহওয়াগ বলেন, ‘‌‘‌শেষ ওভারে তিনটি ছয় মেরেছিলেন ধোনি। কিন্তু মিডল ওভারে তাঁর ব্যাটিং দেখে মনে হয়েছে, ওই রান তাড়া করতে ততটাও উৎসুক না। ওই সময় প্রচুর বল নষ্ট করেছে মাহি।’‌’ এরপর ধোনির ব্যাটিং অর্ডারে নিচে নামা‌ নিয়েও মুখ খোলেন বীরু। বলেন, ‘‌‘‌আমার মনে হয় ধোনির আরও আগে নামা উচিত ছিল। তাহলে রানরেট অত বেশি থাকত না। শেষ ওভারে জয়ের জন্য ২০–২২ রান প্রয়োজন হত, সেখানে কাজে লাগত ধোনির এই তিনটে ছয়।’‌’ এরপর অধিনায়কত্বের নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ককে ১০–এ মাত্র ৪ দেন শেহওয়াগ। বলেন, ‘‌‘‌ধোনির উচিত ছিল স্যামসনের ব্যাটিংয়ের সময় পীযূষ চাওলা এবং রবীন্দ্র জাদেজাকে টানা ব্যবহার না করা। কারণ এনগিডির বলে স্যামসন আউট হতেই চাওলা–জাদেজার বোলিংও পারফরম্যান্স কিন্তু ভাল হতে শুরু করে।’‌’
একই‌ সুর বীরুর প্রাক্তন ওপেনিং পার্টনার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) গলাতেও। তিনি বলেন, ‘‌‘অবাক হলাম, ধোনি সাত নম্বরে কেন ব্যাট করতে নামল?‌ স্যাম কুরান, গায়কোয়াডও নাকি ধোনির আগে ব্যাটিং করছে?‌ আমার মনে হয়, অধিনায়কের সামনে থেকে লড়াই করা উচিত। বিশেষ করে দল ২১৭ রানের মতো বড় লক্ষ্যমাত্রা তাড়া করছে। ওখানেই কিন্তু ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। আসলে ফ্যাফ একাই চেন্নাইয়ের হয়ে লড়াই করেছেন।‌’‌’ একই মন্তব্য করেন সুনীল গাভাসকারও (Sunil Gavaskar)। তিনিও ধোনির ব্যাটিং অর্ডারে অতটা নিচে নামার জন্য তাঁর সমালোচনায় মুখর হয়েছেন।‌ 

Advertisement

এদিকে, বড়সড় দুঃসংবাদ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলের জন্য। চোটের জন্য গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। আরসিবির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: টিভি ভিউয়ারশিপে বিশ্বরেকর্ড আইপিএলের উদ্বোধনী ম্যাচের, হার মানল ফুটবল বিশ্বকাপও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement