Advertisement
Advertisement

Breaking News

Lockie Ferguson

IPL 2022: আইপিএল ফাইনালে গতির ঝড়, উমরানকে ছাপিয়ে দ্রুততম লকি ফার্গুসন

টুর্নামেন্টে দ্রুততম বল করার পুরস্কার মূল্য হিসাবে জিতেছেন দশ লক্ষ টাকা। 

Lockie Ferguson surpasses Umran Malik, bowls fastest delivery of IPL 2022 | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 30, 2022 4:50 pm
  • Updated:May 30, 2022 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক ম্যাচে আগুনে গতিতে বল করে সকলকে চমকে দিয়েছিলেন উমরান মালিক (Umran Malik)। দুরন্ত পারফরম্যান্সে ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন জম্মু কাশ্মীরের এই তরুণ প্রতিভা। আইপিএল ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের দ্রুততম বল করার কৃতিত্বের মালিক ছিলেন উমরানই। কিন্তু ফাইনালের দিনই ভেঙে গেল তাঁর রেকর্ড। গুজরাট বনাম রাজস্থানের ধুন্ধুমার ফাইনালে গতির আগুনে বিপক্ষকে ঝলসে দিলেন গুজরাট বোলাররা। টুর্নামেন্টে দ্রুততম বল করার নজির গড়ে ফেললেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন (Lockie Ferguson)।

গোটা টুর্নামেন্টে উমরান ছাড়াও নিয়মিত দ্রুত গতিতে বল করেছেন লকি। দ্রুততম ডেলিভারির দৌড়ে উমরানের প্রতিপক্ষ হিসাবে তাঁর নাম বলেছেন বিশেষজ্ঞরা। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে জ্বলে উঠলেন কিউয়ি পেসার। প্রতি ঘণ্টায় ১৫৭.৩ কিমি (Fastest Delivery of IPL) গতিতে বল করে ভেঙে দেন সদ্যসমাপ্ত আইপিএলের রেকর্ড। প্রসঙ্গত, দিল্লির বিরুদ্ধে প্রতি ঘণ্টায় ১৫৭ কিমি গতিতে উমরান মালিক বল করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: চারহাত এক হল দুই মহিলা ক্রিকেটারের, শুভেচ্ছার বন্যায় ভাসলেন সমকামী দম্পতি]

আইপিএল ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। তাদের ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন লকি। ওভারের শেষ বলটি টুর্নামেন্টের দ্রুততম ডেলিভারি বলে মেনে নেওয়া হয়। ১৫৭.৩ কিমি বেগের বল সামলাতে পারেননি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জস বাটলার। তাঁকে বোকা বানিয়ে বলটি সোজা চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। তিন ওভারে ২২ রান দিলেও ফাইনালে কোনও উইকেট পাননি লকি।

তবে প্রাক্তন নাইট লকির পারফরম্যান্স খুব একটা ভাল নয় এই মরশুমে। ১৪ ম্যাচ খেলে মাত্র ১২টি উইকেট পেয়েছেন তিনি। কিন্তু তাঁর দল গুজরাট টাইটান্স প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে দ্রুততম বল করার অ্যাওয়ার্ডও পেয়েছেন লকি। পুরস্কার মূল্য হিসাবে জিতেছেন দশ লক্ষ টাকা। 

[আরও পড়ুন: রাজস্থানকে উড়িয়ে আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট, জিতেই পরের লক্ষ্য স্থির হার্দিক পাণ্ডিয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement