Advertisement
Advertisement

Breaking News

Liton Das

আগে ফ্র্যাঞ্চাইজি লিগ, পিএসএলে খেলার জন্য টেস্ট সিরিজ থেকে সরলেন বাংলাদেশের লিটন

করাচি কিংসে রয়েছেন লিটন।

Liton Das left the Test series to play in franchise leagues and PSL earlier

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:March 29, 2025 8:36 pm
  • Updated:March 29, 2025 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের হয়ে খেলার চেয়েও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাকে বেশি গুরুত্ব। তাই আন্তর্জাতিক সিরিজ থেকে নিজেকে সরিয়ে পিএসএলে খেলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস। দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগকে।

আপাতত তিনি পিএসএল খেলার জন্য ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। পিএসএল শুরু ১১ এপ্রিল। ২০ এপ্রিল থেকে শুরু জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। যদিও পিএসএল চলায় লিটন দাসকে সাদা জার্সি গায়ে দেখা যাবে না।

Advertisement

উল্লেখ্য, পিএসএলে খেলার সুযোগ এসেছে লিটন দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেনের। জানা গিয়েছে, লিটন ও রিশাদকে পুরোপুরি ছাড়পত্র দিয়েছে বিসিবি। তবে, গোটা মরশুমের জন্য ছাড়পত্র পাননি নাহিদ। তিনি পিএসএলে যোগ দেবেন জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্টের পর। সচরাচর বাংলাদেশ বোর্ড জাতীয় দলের সিরিজ থাকলে ক্রিকেটারদের ভিনদেশি লিগে খেলার ছাড়পত্র দেয় না। কিন্তু জিম্বাবোয়ের মতো দুর্বল প্রতিপক্ষর বিরুদ্ধে তরুণদের সুযোগ দেওয়ার জন্যই লিটনদের এবার ছাড়পত্র দেওয়া হল। 

জিম্বাম্বোয়ের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। সিরিজ চলবে ২ মে পর্যন্ত। এদিকে টেস্ট থাকায় নাহিদ কমপক্ষে পাঁচটি পিএসএল ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স দলে রয়েছেন লিটন এবং রিশাদ। উল্লেখ্য, পিএসএল চলবে ২ মে পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub