Advertisement
Advertisement
Rohit Sharma

টপকে গেলেন ধোনিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই একগুচ্ছ রেকর্ড রোহিতের

কী কী রেকর্ড গড়লেন হিটম্যান?

List of records Rohit Sharma created in T20 World Cup 2024 vs Ireland

বহু রেকর্ড গড়লেন রোহিত।

Published by: Arpan Das
  • Posted:June 6, 2024 12:58 pm
  • Updated:June 6, 2024 12:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে ভারত। মাত্র ৯৭ রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) করেন ৫২ রান। তার পরই চোট পেয়ে উঠে যান। কিন্তু ততক্ষণে একগুচ্ছ রেকর্ড গড়ে ফেলেন হিটম্যান।

আয়ারল্যান্ডকে হারিয়ে রোহিত ছাপিয়ে গেলেন ধোনিকে। টি-টোয়েন্টি ক্রিকেটের ভারতের হয়ে এতদিন সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল ধোনির। তিনি জিতেছিলেন ৪১টি ম্যাচ। এদিন তাঁকে ছাপিয়ে গেলেন রোহিত। ৪২টি জয় পেতে তাঁর লাগল মাত্র ৫৫টি ম্যাচ। ভারতের আগের অধিনায়ক বিরাট কোহলি ৫০ ম্যাচে পেয়েছিলেন ৩০টি জয়।

Advertisement

[আরও পড়ুন: ভিলেন সেই পিচই! কাঁধের চোটে মাঠছাড়া রোহিত, পাকিস্তান ম্যাচে খেলবেন তো ভারত অধিনায়ক?]

একদিকে তিনি যেমন মাহির রেকর্ড ভাঙলেন, তেমনই টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ৬০০ ছয় মারলেন রোহিত। শুধু ভারতীয় হিসেবে নয়, সারা বিশ্বে তিনিই একমাত্র এই রেকর্ডের মালিক। তাঁর পিছনে ৫৫৩টি ছক্কা নিয়ে আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। সেই সঙ্গে আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টে ১০০ ছয় মারলেন হিটম্যান। এখানেই তাঁর রেকর্ড শেষ হচ্ছে না। এদিন ৫২ রান করে তিনি টি-টোয়েন্টিতে টপকে গেলেন ৪০০০ রানের গণ্ডি। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

তবে ৪০০০ রান করতে তিনি নিয়েছেন মাত্র ২৮৬০ বল। যা সবচেয়ে কম বলে ৪০০০ রান করার রেকর্ড। বিরাটের পর তিনিই একমাত্র ভারতীয়, যাঁর তিন ফরম্যাটেই এই রান রয়েছে। আরও একটি অনন্য রেকর্ড গড়েন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ার সময় হাফসেঞ্চুরি করা তিনিই ভারতের একমাত্র অধিনায়ক।

[আরও পড়ুন: ‘ছেত্রীভাইকে বাংলাদেশেও সবাই শ্রদ্ধা করেন, অনেকের কাছেই আইডল’, বলছেন ওপার বাংলার ‘র‍্যামোস’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement