সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর সতীর্থদের জন্য পরামর্শ তিরাশির বিশ্বজয়ী দলের অধিনায়ক কপিল দেবের (Kapil Dev)। থেমে থাকলে চলবে না। এগিয়ে যেতে হবে। স্পোর্টসম্যানদের কাজ এটাই।
তেইশের বিশ্বকাপ ফাইনালে রবিবার টিম ইন্ডিয়া হার মেনেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয় ভারতের। গোটা দেশ শোকাচ্ছন্ন। এমন আবহে কপিল যা বললেন, তা কেবল ক্রিকেটারদের জন্য নয়। সমস্ত ক্রীড়াব্যক্তিত্বের জন্যই পরামর্শ। জীবনের শিক্ষা দিয়ে গেলেন কপিল।
দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বলছেন, ”এগিয়ে চলে খেলাধুলো। আমি কখনও বলবো না যে এই হারের ধাক্কা চিরকাল বয়ে বেড়াবে কেউ। স্পোর্টসম্যানদের পরের দিনের জন্য পরিকল্পনা করতে হয়। যা হয়ে গিয়েছে, তাকে আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে। এটাই স্পোর্টসম্যানদের কাজ। ওরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। উচ্চমার্গের খেলা তুলে ধরেছে। হ্যাঁ এটা ঠিক শেষ হার্ডলটা ওরা টপকাতে পারেনি। ভুল থেকেই শিক্ষা নেয় একজন সত্যিকারের ক্রীড়াবিদ।” টিম ইন্ডিয়া হেরে যাওয়ার পরে সোশাল মিডিয়ায় কপিল অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সান্ত্বনা দিয়েছেন। হিটম্যানকে তিনি বলেছেন, ”মাথা উঁচু রাখো রোহিত। আরও অনেক সাফল্য অপেক্ষা করে রয়েছে তোমার জন্য।”
এদিকে কপিলদেবকে নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রবিবারের ফাইনালে তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। রাজনীতির রং লেগেছে গোটা ঘটনায়। বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন, ”সব ক্ষেত্রেই রাজনীতি ঢুকে পড়েছে। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়।”
২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।
চোখ রাখুন