সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের অভিযান শেষ হওয়ার পরই অবধারিতভাবে এসে গিয়েছে ধোনির অবসরের প্রশ্ন। বিশ্বকাপের আগে থেকেই শোনা যাচ্ছিল, এটাই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাছাড়া ৩৮-এর ধোনির আর তো ক্রিকেট মাঠ থেকে কিছু পাওয়ার বাকি নেই, তাই অনেকেই ধরে নিচ্ছেন শীঘ্রই হয়তো অবসর ঘোষণা করে দেবেন তিনি। মাহি কি সত্যিই বুটজোড়া এবার তুলে রাখবেন? ধোনি এ নিয়ে এখনও কিছু বলেননি। তবে তাঁকে এখনই খেলা না ছাড়ার বার্তা দিতে শুরু করেছেন আমজনতা থেকে শুরু করে সেলিব্রেটিরাও। খোদ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবার ধোনিকে অনুরোধ করলেন খেলা চালিয়ে যেতে।
এমনিতে লতার ক্রিকেট প্রেম সর্বজনবিদিত। তাঁর রাজ্যেরই ভূমিপুত্র শচীন তেণ্ডুলকরের কেরিয়ারে এমন অনেক ম্যাচ হয়েছে, মাস্টারব্লাস্টার সেঞ্চুরি করার পরের দিন নিজের বাড়িতে তাঁকে ডেকে প্রিয় পদ রান্না করে খাইয়েছেন। এমনকী ক্রিকেট ম্যাচ দেখার জন্য বহু অনুষ্ঠান, বহু রেকর্ডিং বাতিল করতে হয়েছে লতাকে। সেজন্য তিনি নিজেই একাধিকবার প্রযোজকদের রোষের মুখে পড়ার কাহিনীও বলেছেন। সেই আদ্যোপান্ত ক্রিকেটভক্ত লতা মঙ্গেশকর যে ধোনির অবসরের গুঞ্জন শুনে ব্যথিত তা প্রকাশ পেল তাঁর একটি টুইটেই। মাহিকে খেলা না ছাড়ার অনুরোধ জানিয়ে তিনি লিখছেন, “নমস্কার ধোনিজি। আমি শুনছি যে আপনি খেলা ছেড়ে দেবেন। দয়া করে এমন ভাবনা ভাববেন না। দেশের আপনাকে দরকার।এটা আমার অনুরোধ এখনই আপনি অবসর নেওয়ার চিন্তা ভাবনা মনে আনবেন না। ”
যদিও, অবসর বিষয়টি নিয়ে মাহি নিজে এখনও কিছু বলেননি। কদিন আগেই তিনি জানিয়েছেন, ‘এখনও অবসর নিয়ে কিছু ভাবিনি।’ সেমিফাইনালের পর কোহলিকে ধোনি প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি বলেন,”ধোনি এখনও অবসর নিয়ে আমাদের কাউকে কিছু বলেননি।” যতই প্রকাশ্যে কিছু না বলা হোক, ধোনির অবসর নিয়েই এখন সরগরম ক্রিকেট মহল।
Namaskar M S Dhoni ji.Aaj kal main sun rahi hun ke Aap retire hona chahte hain.Kripaya aap aisa mat sochiye.Desh ko aap ke khel ki zaroorat hai aur ye meri bhi request hai ki Retirement ka vichar bhi aap mann mein mat laayiye.@msdhoni
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 11, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.