Advertisement
Advertisement

Breaking News

Kumar Sangakkara

‘বিশ্বকাপে ভারতই ফেভারিট’, দলগঠন বিতর্কের মধ্যে বড় ঘোষণা শ্রীলঙ্কার কিংবদন্তি তারকার

বিশ্বকাপ দলে হার্দিক পাণ্ডিয়া সুযোগ পেলেও বাদ পড়েছেন রিঙ্কু সিং, শুভমান গিলের মতো তরুণরা।

Kumar Sangakkara says India is favourite to win ICC T20 World Cup
Published by: Arpan Das
  • Posted:May 2, 2024 4:33 pm
  • Updated:May 2, 2024 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহদের সঙ্গে টিমে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বাদ পড়েছেন রিঙ্কু সিং, শুভমান গিলের মতো তরুণরা। তবে বিশ্বকাপে ভারতের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। রোহিত শর্মাদের কুড়ি-কুড়ির লড়াই নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা।

ভারতের দল বাছাই নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক শুরু হয়েছে। মহম্মদ সিরাজদের ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। রিঙ্কু সিং, রবি বিষ্ণোইদের বাদ দেওয়া নিয়েও অনেক কথা উঠছে। তার মধ্যেই সাঙ্গাকারা পাশে দাঁড়াচ্ছেন রোহিত শর্মাদের। তিনি বলেন, “রাহুল আর রোহিতের পরিষ্কার ধারণা আছে, ওখানকার পিচে কীভাবে খেলা উচিত। সেই হিসেবেই টিম বেছে নিয়েছে তারা।”

Advertisement

[আরও পড়ুন: লাহোরেই খেলতে হবে ভারতকে! চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু স্থির করে ফেলল পাকিস্তান]

আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ভারতই ‘ফেভারিট’ বলে মত সাঙ্গাকারার। শ্রীলঙ্কান কিংবদন্তি আরও বলেন, “ভারতের দল অত্যন্ত শক্তিশালী। ব্যাটার, অলরাউন্ডার, স্পিন বোলার, সব দিক থেকেই দক্ষ ক্রিকেটার আছে। ওদের কাছে দু-তিন রকম কম্বিনেশন তৈরি। এতটাই ভারসাম্য ভারতের দলে। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে ভারত সব সময়ই ফেভারিট।”

[আরও পড়ুন: এক নিঃশ্বাসে ২৬ ক্রিকেটারের নাম! বিরাটের স্মৃতিশক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া]

 তিনি এই মুহূর্তে আইপিএলে রাজস্থান রয়্যালস দলের ডিরেক্টর। সেই দল থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল। রিজার্ভ দলে আছেন আভেশ খান। তাঁদের জন্যও অত্যন্ত খুশি সাঙ্গকারা। তাঁরা আইপিএলে ভালো পারফরম্যান্স সুফল পেলেন বলেই মনে করেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement