Advertisement
Advertisement

Breaking News

ধোনি

২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির জন্য দু’বার টস করতে হয়েছিল! অবাক করা তথ্য ফাঁস সঙ্গকারার

ঠিক কী ঘটনা ঘটেছিল সেদিন?

Kumar Sangakkara recalls Dhoni's confusion at toss during 2011 WC final
Published by: Sulaya Singha
  • Posted:May 29, 2020 9:07 pm
  • Updated:May 29, 2020 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের ২ এপ্রিল। ভারতীয়দের জীবনের রেড লেটার ডে। সেই জমকালো রাতের কথা আজও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। কারণ সেই দিনই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল দেশবাসী। বিশ্বকাপ জয় নিশ্চিত হওয়ার পর প্রতিটা মুহূর্তই ক্রিকেটভক্তদের মনে আছে। কিন্তু সেই ম্যাচে টসের সময় ঠিক কী ঘটনা ঘটেছিল, তা হয়তো অনেকেরই স্মৃতিতেই ফিকে। এত বছর পর উলটোদিকের অধিনায়ক কুমার সঙ্গকারা ফাঁস করলেন সেই মজার ঘটনা। জানালেন, সেদিন ধোনির জন্য দু’বার টস করতে হয়েছিল!

লকডাউনের আবহে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আড্ডা জমাতে দেখা যাচ্ছে খেলার দুনিয়ার তারকাদের। কখনও সুনীল ছেত্রী জমিয়ে গল্প করছেন বিরাট কোহলির সঙ্গে, তো কখনও রোহিত শর্মা ব্যস্ত হরভজন সিংয়ের সঙ্গে। ঠিক তেমনই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ভিডিও চ্যাটে যুক্ত হয়েছিলেন সঙ্গকারা। আর সেখানেই ওঠে ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ। তখনই প্রাক্তন লঙ্কা অধিনায়ক জানান, ধোনিই দ্বিতীয়বার টস করার প্রস্তাব দিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: করোনাতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে ফুটবল, এবার ঘোষিত এফএ কাপ ফাইনালের দিনক্ষণ]

কিন্তু কেন? আসলে ফাইনাল দেখতে গ্যালারিতে সমর্থকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। তাই টসের সময় কী কল নেওয়া হয়েছিল, তা স্পষ্ট শোনা যায়নি। সঙ্গকারার কথায়, “সেদিন স্টেডিয়াম সমর্থকে ঠাসা ছিল। শ্রীলঙ্কায় কখনও এই পরিমাণ ভিড় দেখিনি। একবার ইডেনে এমনটা হয়েছিল। সমর্থকদের চিৎকারে ফার্স্ট স্লিপের ফিল্ডারের কথাও শুনতে পাচ্ছিলাম না। একই ঘটনা ঘটে ওয়াংখেড়েতে। আমি টসের সময় কী কল করেছিলাম মাহি শুনতে পায়নি। আমায় জিজ্ঞেস করে, তুমি কি টেল বললে? আমি বললাম না, হেড ডেকেছি। রেফারি জানান আমিই জিতেছি। কিন্তু মাহির ধন্দ ছিল। তাই ও বলে, আরেকবার টস হোক।” সত্যিই সেদিন ধোনির ধন্দ দূর করতে দ্বিতীয়বার টস হয় এবং আবার জেতেন সঙ্গকারাই।

প্রাক্তন তারকা বলছেন, “জানি না সেটা সৌভাগ্য ছিল কি না। মাহি জিতলে হয়তো আগে ব্যাট করত।” তবে টস নিয়ে ধন্দ থাকলেও জয় নিয়ে সেদিন হয়তো ধোনির মনে কোনও ধন্দ ছিল না। ফিনিশার হিসেবে তাঁর সেই হেলিকপ্টার শটই যেন ক্যাপ্টেন কুলের আত্মবিশ্বাসের প্রকৃষ্ট প্রমাণ।

[আরও পড়ুন: বাড়ির সামনে থেকে উধাও গৌতম গম্ভীরের বাবার গাড়ি, প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement