Advertisement
Advertisement
Virat Kohli

বিশ্বকাপ জিততে কোহলিকেই দরকার, বিরাট জল্পনা উড়িয়ে বলছেন শ্রীকান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হবে না কোহলির, এমন জল্পনাই শাখাপ্রশাখা মেলেছে।

Kris Srikkanth lashed out at rumours over Virat Kohli's exclusion from T20 World Cup squad

কোহলি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 15, 2024 12:19 pm
  • Updated:March 15, 2024 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) দলে জায়গা নাও হতে পারে বিরাট কোহলির (Virat Kohli)। এমনই খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। কোহলিকে নিয়ে জল্পনা চলছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কি থাকবেন কোহলি, এনিয়ে তীব্র জল্পনা চলছে।
ভারতের প্রাক্তন ওপেনার এবং প্রাক্তন নির্বাচন কমিটি চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth) এই ধরনের গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছেন। বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে হলে কোহলিকে প্রয়োজান। এমনটাই জানাচ্ছেন শ্রীকান্ত। ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

[আরও পড়ুন: ‘আইপিএলে এক্স ফ্যাক্টর হতে চলেছে স্টার্ক’, কলকাতায় পৌঁছেই দাবি গম্ভীরের]

শ্রীকান্ত বলছেন, বিরাটের জন্যই বিশ্বকাপ জেতা উচিত ভারতের। নিজস্ব ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ”টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ছাড়া ভারতীয় দল ভাবাই যায় না। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি সেমিফাইনালে পৌঁছে দিয়েছিল ভারতকে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল কোহলি। কারা এসব কথা বলছে? যাঁরা গুঞ্জন ছড়াচ্ছে তাঁদের আর কোনও কাজ নেই? টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে জিততে হলে বিরাট কোহলিকে স্কোয়াডে রাখতেই হবে।”
পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শুরুর আগে দেশের প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন কোহলির জন্যই বিশ্বকাপ জেতা উচিত ভারতের। আহমেদাবাদের ফাইনালে ভারতের স্বপ্ন ভাঙে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়ানোর আগে সেই একই সুরে শ্রীকান্ত বলছেন, কোহলির দিকে তাকিয়ে বিশ্বকাপ জেতা উচিত ভারতের।

Advertisement

[আরও পড়ুন: রোহিতের জন্যই বেঁচে যায় বুমরাহ-হার্দিকের কেরিয়ার, দাবি প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তারকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement