Advertisement
Advertisement

Breaking News

IPL

জল্পনায় সিলমোহর! আইপিএলের জোড়া প্লে-অফ পাচ্ছে ইডেন, ফাইনাল আহমেদাবাদে

দর্শকরা কি মাঠে ঢোকার অনুমতি পাবেন?

Kolkata will host the other two play-offs of IPL 2022, Says BCCI president Sourav Ganguly | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2022 10:21 pm
  • Updated:April 24, 2022 8:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছরের হা হুতাশ এবার মেটার পালা! অবশেষে আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। তাও কোনও আতিপাতি ম্যাচ নয়, একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। শনিবার এ খবর নিশ্চিত করেছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, প্লে-অফের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে পারবেন ১০০ শতাংশ দর্শক।

Kolkata will host the other two play-offs of IPL, Says BCCI president Sourav Ganguly

Advertisement

করোনা (Coronavirus) পরিস্থিতিতে জৈব বলয়ের ঝক্কি এড়াতে এবছরের আইপিএলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও আইপিএলের কয়েকটি ম্যাচ হচ্ছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের প্রচুর যাতায়াত করতে হয়। তাতে জৈব বলয় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

[আরও পড়ুন: দায়িত্ব ছাড়ছেন অরুণ লাল, আগামী মরশুমে বাংলা দলের কোচ হওয়ার দৌড়ে দুই প্রাক্তন ক্রিকেটার]

তবে সব ঠিক থাকলে গ্রুপ পর্বের শেষেই মহারাষ্ট্র পর্ব সাঙ্গ করতে চলেছে বিসিসিআই। আইপিএলের (IPL 2022) প্লে-অফের আয়োজন হতে চলেছে দুটি শহরে। এক বোর্ড সভাপতির নিজের শহর কলকাতা, দুই বোর্ড সচিবের হোম-টাউন আহমেদাবাদ। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এদিন জানিয়েছেন,”আইপিএলের প্লে-অফগুলি হবে কলকাতা এবং আহমেদাবাদে। ২৯ মে ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্লে-অফের দ্বিতীয় ম্যাচও হবে আহমেদাবাদে। ২৪ ও ২৬ মে প্লে-অফ দুটি হবে কলকাতায়।”

[আরও পড়ুন: বিফলে রিঙ্কু-রাসেলদের লড়াই, আইপিএলে হেরেই চলেছে কেকেআর]

সবচেয়ে বড় ব্যাপার হলে কোভিড পর্ব মিটিয়ে এই প্রথম ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকবে ইডেনে। এমনটাই জানিয়েছেন সৌরভ। কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচ পেয়েছিল ইডেন। যার শেষ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছিল। যদিও সেটা সীমিত সংখ্যক। যা টিকিট ছাড়া হয়েছিল, সেটাও সাধারণ দর্শকরা পাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement