Advertisement
Advertisement

Breaking News

Cricket

জঘন্য পারফরম্যান্সের জের, নিলামের আগে কেকেআর বাদ দিতে পারে এই তারকাদের

জানেন কারা কারা রয়েছেন বাদের তালিকায়?‌

Kolkata Knight Riders to release former captain Dinesh Karthik, Kuldeep Yadav before IPL 2021 auction: Report | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Abhisek Rakshit
  • Posted:January 11, 2021 12:08 pm
  • Updated:January 11, 2021 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ IPL চলাকালীন অধিনায়ক পরিবর্তন করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দীনেশ কার্তিক (Dinesh Karthik) দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন ইওন মর্গ্যান (Eon Morgan)। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি কেকেআরের। প্লে–অফে যেতে পারেনি শাহরুখের দল। সামনে আরও একটি আইপিএল। তার আগে কলকাতা নাইট রাইডার্সে হতে পারে একাধিক পরিবর্তন। কোপ পড়তে পারে দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের উপরে। শেষ আইপিএলে একদমই ফর্মে না থাকা কুলদীপ যাদব, অজি পেসার প্যাট কামিন্সের (Pat Cummins) মতো তারকাকেও ছেড়ে দেওয়া হতে পারে। এমনটাই খবর সূত্রের।

এমনিতেই এবারের আইপিএল আয়োজনের জন্য বিসিসিআইয়ের (BCCI) হাতে সময় কম। ফলে আইপিএলের আগে বসবে না মেগা নিলামের আসর। ১১ ফেব্রুয়ারি ছোট করে হবে নিলাম। পাশাপাশি ২০ জানুয়ারির ভেতর ট্রেড উইন্ডো কাজে লাগাতে হবে। অর্থাৎ ক্রিকেটার নেওয়া এবং ছাড়া ওই তারিখের মধ্যে নিশ্চিত করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্রামে সৌরভ, আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি এবার জয় শাহ]

এই পরিস্থিতিতে কেকেআরের পক্ষ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা না হলেও সূত্রের খবর, দলে হতে পারে একাধিক পরিবর্তন। বাদ যেতে পারেন দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, প্যাট কামিন্সের মতো তারকারা। এছাড়াও বাদ পড়তে পারেন ক্রিস গ্রিন, টম ব্যান্টনরা। নিখিল নায়েক, সিদ্ধেশ ল্যাডদেরও ছেড়ে দেওয়া হতে পারে। এর মধ্যে কার্তিক, কুলদীপ (Kuldeep Yadav) এবং কামিন্স বড় নাম। কিন্তু গত আইপিএলে একেবারেই পারফর্ম করতে পারেননি তাঁরা।

এদিকে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians) দলে একাধিক পরিবর্তন আনতে পারে। সূত্রের খবর, এবার দল থেকে বাদ পড়বেন ক্রিস লিন, লাসিথ মালিঙ্গা, শেরফানে রাদারফোর্ডের মতো ক্রিকেটার।

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে শোয়েব মালিকের গাড়ি, কেমন আছেন প্রাক্তন পাক অধিনায়ক?‌]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement