Advertisement
Advertisement

Breaking News

Kolkata Knight Riders

ইডেনে বিধ্বংসী ইনিংস সল্টের, বেঙ্গালুরুর সামনে বড় রানের লক্ষ্য নাইটদের

ম্যাচের আগে গাছ উপহার দিয়ে ফের শান্তির বার্তা বিরাট-গম্ভীরের।

Kolkata Knight riders scored a decent run vs RCB at Eden Gardens

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:April 21, 2024 5:26 pm
  • Updated:April 21, 2024 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঠফাটা গরমেও সম্পূর্ণ ভর্তি রবিবারের ইডেন গার্ডেন্স (Eden Gardens)। বিরাট (Virat Kohli) বনাম গম্ভীরের (Gautam Gambhir) উত্তাপের কাছে কোথায় লাগে ভরা বৈশাখের গরম? যতই দুজনের সন্ধি হয়ে যাক না কেন, যতই ম্যাচের আগে গাছ উপহার দিয়ে তিক্ততার স্মৃতি ভুলে যাওয়া হোক না কেন? ‘গো গ্রিন’ পরিকল্পনার জন্য সবুজ জার্সি পরে নেমেছিলেন বিরাটরা। কিন্তু মাঠের মধ্যে দুই আগ্রাসী মেজাজের প্রতিপক্ষের লড়াইয়ে তো ক্রিকেটের উত্তাপ ছড়াবেই। যার প্রথম ইনিংসে দেখা গেল কলকাতার ব্যাটারদের দাপট।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। প্রথম ওভার থেকেই চেনা ছন্দে ব্যাটিং করা শুরু করেন কলকাতার (Kolkata Knight Riders) ফিল সল্ট। মহম্মদ সিরাজের প্রথম ওভারেই উঠল বারো রান। যদিও উলটো দিকে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না আগের ম্যাচের শতরানকারী সুনীল নারিন (১০)। যশ দয়ালের বল সোজা পায়ে এসে পড়তে তাঁর ছন্দটাও কেমন হারিয়ে গেল। কিন্তু সল্টের ব্যাট যতক্ষণ চলে, ততক্ষণ নাইটদের কাছে চিন্তার কিছু থাকে না। পঞ্চম ওভারে শুরু হল তাঁর তাণ্ডব। প্রাক্তন নাইট পেসার লোকি ফার্গুসনের ওভারে নিলেন ২৮ রান। চার-ছয়ের বন্যায় ভেসে গেল রবিবাসরীয় ইডেন। একটা সময় মনে হচ্ছিল আইপিএলে সবচেয়ে কম বলে পঞ্চাশের রেকর্ড হয়তো ভেঙে যাবে। কিন্তু ১৪ বলে ৪৮ রান করে থেমে গেল সল্টের ইনিংস।

Advertisement

[আরও পড়ুন: রোহিতের আপত্তির জের, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বদলের ভাবনা বিসিসিআইয়ের]

তিনি যখন ফিরে যাচ্ছেন তখন কেকেআরের রান ৫ ওভারে ৬৩। তার পর যে গতিতে রান ওঠা উচিত ছিল, সেটা করতে পারলেন না অঙ্গকৃষ (০), নারিনরা। যশ দয়ালের বলে একই ওভারে ফিরে গেলেন দুজনে। দুরন্ত ক্যাচ ধরে অঙ্গকৃষকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ক্যামেরন গ্রিন। শুরুটা ভালো করেও তাড়াতাড়ি আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার (১৬)। এদিন রিঙ্কু সিংকে অনেকটা উপর দিকে নামানো হয়েছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছিলেন নাইটদের বিধ্বংসী ব্যাটার। কিন্তু ফিরে গেলেন ১৬ বলে ২৪ রান করে। শ্রেয়স আইয়ার অর্ধশতরান করলেও নিয়ে নিলেন ৩৬টা বল। অধিনায়কের আদর্শ ইনিংস এখনও তাঁর ব্যাট থেকে দেখা যায়নি। প্রথম বলে আউট হয়েও নো বলের জন্য বেঁচে যান আন্দ্রে রাসেল (২৭)। ডেথওভারে বড় রান তুলতে তাঁর উপরেই ভরসা করে নাইট সমর্থকরা। তিনি আগুনে মেজাজ দেখানো শুরু করলেন একটু দেরি করে। কালবৈশাখী আসতে দেরি হলেও আপাতত রাসেল ঝড়েই শান্তি পাবেন নাইট সমর্থকরা। শেষের দিকে তাঁকে যোগ্য সঙ্গত করেন রমনপ্রীত সিং (২০)।

[আরও পড়ুন: ‘ক্রিকেট মানেই ধোনি’, আবেগঘন পোস্টে মাহি মুগ্ধতার কথা জানালেন শিবম দুবের স্ত্রী]

শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে নাইটদের ইনিংস থামল ২২২ রানে। চলতি আইপিএলে ইডেনে দুটি ম্যাচ জিতেছে কলকাতা। শেষ ম্যাচে হারতে হয়েছে রাজস্থানের কাছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে কি জয়ের সরণিতে ফিরতে পারবে নাইটরা? সেটা নির্ভর করছে স্টার্ক-হর্ষিত রানাদের উপর। আগের ম্যাচে গম্ভীর ব্রিগেডকে হতাশ করেছিল বোলাররাই। এদিনও ব্যাটাররা নিজের কাজ করে গেলেন। প্লে-অফের জায়গা নিশ্চিত করতে হলে এবার স্টার্কদের জ্বলে উঠতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement