Advertisement
Advertisement
Kolkata Knight Riders

‘করব, লড়ব, জিতব’, করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর পাশে থাকার বার্তা নাইটদের

করোনা রোখার অস্ত্র হতে পারে সুন্দর ক্রিকেট, বলছেন নাইট কোচ।

Kolkata Knight Riders message on COVID after win | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 27, 2021 3:20 pm
  • Updated:April 27, 2021 3:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন পরিস্থিতি। মাঠের বাইরে গোটা বিশ্বকে লড়তে হচ্ছে অদৃশ্য এক ভাইরাসের (CoronaVirus) বিরুদ্ধে। কঠিন লড়াই সকলের সামনে। এসবের মধ্যে অবশ্য স্বমহিমায় চলছে আইপিএল। সোমবারই চলতি মরশুমের দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders )। আর জয়ে ফিরেই নাইট শিবির সমর্থকদের উদ্দেশে দিচ্ছে সচেতনতার বার্তা।

নাইট রাইডার্সের এক তারকা তথা টিমের সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্স আগেই ৫০ হাজার ডলার করোনার ত্রাণে অনুদান দিয়েছেন। নিজের সতীর্থদের কাছেও আরজি জানিয়েছেন, তাঁরাও যেন কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সোমবারের ম্যাচ শেষে নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan) বলছেন, “আমরা যারা জৈব সুরক্ষা বলয়ে আছি, বুঝতে পারছি বাইরে কী অবস্থা? আমি বলতে চাই, কেকেআর সমস্ত ভারতবাসীর পাশে রয়েছে। শুধু ভারত নয়, গোটা বিশ্বের পাশে রয়েছে। সবাইকে বলছি, বাইরে বেরোলে আপনারা মাস্ক পরুন, সামাজিক দূরত্ববিধি মানুন। আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু সবাই মিলে আমরা এই রোগকে হারাতে পারব।”

[আরও পড়ুন: বোলারদের অনবদ্য পারফরম্যান্স, প্রীতির পাঞ্জাবকে হারিয়ে জয়ের সরণিতে KKR]

এদিকে, মঙ্গলবার নাইট শিবিরের তরফে করোনা পরিস্থিতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যাতে কোচ ম্যাককালাম, অধিনায়ক মর্গ্যান, প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক, এবং দলের সব ক্রিকেটারকেই করোনা নিয়ে সতর্কতার বার্তা দিতে শোনা গিয়েছে। কোচ ম্যাককালাম ক্রিকেটারদের উদ্দেশে বলেছেন,”এখন গোটা দেশ এক মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। তাই আমাদের এমন ক্রিকেট খেলতে হবে, সমর্থকদের এমন ক্রিকেট উপহার দিতে হবে, যাতে তাঁরা ঘরে বসে খেলা উপভোগ করেন। অন্তত চার ঘণ্টার জন্য আমরা তাঁদের ঘরে আটকে রাখতে পারি।” ম্যাককালামের পাশাপাশি দলের ক্রিকেটাররাও সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তাঁদের বলতে শোনা গিয়েছে, এই কঠিন সময়ে আমরা সমর্থকদের মুখের হাসি ফিরিয়ে দেব। করোনার বিরুদ্ধে আমরা ‘করব-লড়ব-জিতব।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement