Advertisement
Advertisement
Kolkata Knight Riders

টানা তিন জয়ের পর হারের ধাক্কা! কলকাতায় ফিরেই কালীঘাটের মন্দিরে চার নাইট তারকা

সোশাল মিডিয়ায় ইদের শুভেচ্ছাও জানান কলকাতার ক্রিকেটাররা।

Kolkata Knight Players offers prayers at Kalighat Temple ahead of KKR vs LSG clash

কালীঘাট মন্দিরে নাইট তারকারা। ছবি- সোশাল মিডিয়া

Published by: Arpan Das
  • Posted:April 11, 2024 6:46 pm
  • Updated:April 11, 2024 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নববর্ষের দুপুরে ইডেনে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চেন্নাইয়ের (CSK) কাছে হারের পর ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (LSG) মুখোমুখি হবে শ্রেয়স আইয়াররা। তাঁর আগে উৎসবের মেজাজেই পাওয়া গেল নাইট শিবিরকে। একদল গেলেন কালীঘাটে মা কালীর মন্দিরে পুজো দিতে। একই সঙ্গে ইদের শুভেচ্ছাও জানালেন কেকেআরের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন কলকাতার চার তারকা। রিঙ্কু সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার আর বরুণ চক্রবর্তী মন্দিরের গর্ভগৃহে পুজো দেন। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে নিয়ম পালন করেন নাইটরা। কপালে তিলকও কেটে দেওয়া হয়। তাঁদের পুজো দেওয়ার মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয় “মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা”। গত বছরও কলকাতার অধিনায়ক নীতীশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিত কালীঘাট মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে।

Advertisement

অন্য দিকে কেকেআরের সোশাল মিডিয়ায় ইদের শুভেচ্ছাও জানানো হয়। নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা ভিডিওর মাধ্যমে কলকাতার সকল ভক্তকে ইদের শুভেচ্ছা জানান। সব মিলিয়ে লখনউয়ের বিরুদ্ধে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল নাইটদের।

[আরও পড়ুন: আকাশ আম্বানির গাড়িতে রোহিত শর্মা! ভাইরাল ভিডিওতে ফের জল্পনা ছড়াল মুম্বই সংসারে]

চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিকের পর চেন্নাইয়ের কাছে হেরেছে তাঁরা। এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে আছে গম্ভীরের দল। বুধবার রাজস্থান রয়্যালস ৩ উইকেটে হেরেছে গুজরাটের কাছে। ফলে কেকেআরের কাছে সুযোগ থাকছে কেএল রাহুলের দলকে হারিয়ে জয়ের সরণিতে ফেরার। 

[আরও পড়ুন: ‘হার্দিকই দেশের ভবিষ্যৎ, রোহিতের তো…’, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের পাশে প্রাক্তন ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement