ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ের দিনই আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। করোনা পরবর্তী কালে দেশের মাটিতে প্রথম ক্রিকেট সিরিজে প্রত্যাশা মতোই বিরাট কোহলির নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া (Team India)। চোট সারিয়ে দলে ফিরছেন ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ। কামব্যাক করছেন হার্দিক পাণ্ডিয়াও। তবে ১৮ জনের দলে জায়গা হয়নি পার্থিব প্যাটেলর।
একনজরে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ঘোষিত দল:
বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল (ফিটনেসের উপর ভিত্তি করে), ঋষভ পন্থ, বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।
TEAM – Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur
— BCCI (@BCCI) January 19, 2021
ঘোষিত দল দেখেই বোঝা যাচ্ছে, এখনও চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হননি মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। হনুমা বিহারী সুস্থ হয়ে উঠলেও হয়তো ম্যাচ ফিট নন এখনও। কেএল রাহুলেরও ফিটনেস পরীক্ষা করা হবে। তবে অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্সের জন্যই ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট দলে ঠাঁই হল প্রায় সব তরুণেরই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চেন্নাইয়ে।
একইসঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। তাঁরা হলেন কে এস ভারত, অভিমন্যু ঈশ্বরণ, সহবাজ নাদিম, রাহুল চাহার ও প্রিয়ঙ্ক পাঞ্চাল।
The Committee also picked five net bowlers and five players as standbys.
Net Bowlers: Ankit Rajpoot, Avesh Khan, Sandeep Warrier, Krishnappa Gowtham, Saurabh Kumar
Standby players: K S Bharat, Abhimanyu Easwaran, Shahbaz Nadeem, Rahul Chahar, Priyank Panchal#INDvENG
— BCCI (@BCCI) January 19, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.