Advertisement
Advertisement
KL Rahul

এশিয়া কাপের আগে স্বস্তি ভারতীয় শিবিরে, দলে ফিরতে চলেছেন ‘ফিট’ রাহুল!

শ্রেয়স আইয়ার কি কামব্যাক করবেন এশিয়া কাপে?

KL Rahul Will be Available for Selection for Asia Cup 2023, says Report | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 4, 2023 4:28 pm
  • Updated:August 4, 2023 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে স্বস্তি। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আসন্ন এশিয়া কাপের দলে থাকতে পারবেন কেএল রাহুল। ফেরার সম্ভাবনা আরেক তারকা শ্রেয়স আইয়ারেরও। উভয়েই ম্যাচ খেলার জন্য ‘ফিট’ বলেই ভারতীয় বোর্ড সূত্রে খবর।

আগামী ৩০ আগস্ট শুরু এশিয়া কাপ (Asia Cup 2023)। পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসছে টুর্নামেন্টের আসর। তবে পাকিস্তানে খেলতে যাবে না টিম ইন্ডিয়া। তাদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই। এই টুর্নামেন্টের আগে কোচ রাহুল দ্রাবিড়ের চিন্তা ছিল চোট-আঘাত নিয়ে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) ফিটনেস ট্রেনিং চলছে তাঁদের। তবে এবার শোনা যাচ্ছে, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট ভারতীয় উইকেটকিপার-ব্যাটার রাহুল। অভিজ্ঞ এই তারকাকে পাওয়া গেলে দলের সুবিধা হবে বইকী। আ শ্রেয়সের মতো ব্যাটার ফিরলে আরও শক্তিশালী হবে দলের মিডল অর্ডার।

Advertisement

[আরও পড়ুন: বিস্ফোরক মজুতের অভিযোগ, বীরভূমে NIA’র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি]

সম্প্রতি নিজের শরীরচর্চা এবং অনুশীলনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল (KL Rahul)। সেখানে বেশ ফিট হিসেবেই নিজেকে তুলে ধরেছেন তিনি। সূত্রের খবর, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ এবং বিসিসিআইয়ের মেডিক্যাল বিশেষজ্ঞরা রাহুলের ফিটনেস নিয়ে সন্তুষ্ট। তাঁকে রেখেই এশিয়া কাপের দল তৈরি হবে বলে খবর।

শোনা যাচ্ছে, শ্রেয়সও অনেকটাই ফিট। তাঁকে নিয়েও আশার আলো দেখছেন মেডিক্যাল বিশেষজ্ঞরা। তবে আরেক সূত্র বলছে, এশিয়া কাপে হয়তো ফেরা হবে না তাঁর। অস্ত্রোপচারের পর তাঁর পিঠের ব্যথা এখনও সামান্য হলেও ভোগাচ্ছে।

তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেই কামব্যাক করছেন দুই তারকা জশপ্রীত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতীয় দলকে নেতৃত্বও দেবেন তিনি। ফলে এশিয়া কাপের জন্য যে তাঁদেরও পাওয়া যাবে, এ নিয়ে আপাতত কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: মোদি পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement