Advertisement
Advertisement
KL Rahul

আর লখনউ নয়, আইপিএলে খেলতে চান এই দলের হয়ে, জন্মদিনে মনের কথা বললেন রাহুল

কেন অন্য দলের হয়ে খেলতে চান লখনউ অধিনায়ক?

KL Rahul wants to play for RCB in IPL as a Karnataka player

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:April 18, 2024 6:56 pm
  • Updated:April 18, 2024 6:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) তিনি লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক। তাঁর নেতৃত্বে এই মুহূর্তে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে লখনউ দল। যদিও মেগা টুর্নামেন্টে আরেকটি দলের হয়ে খেলার ইচ্ছে রয়েছে কেএল রাহুলের (KL Rahul)। নিজের জন্মদিনে সেই সুপ্ত ইচ্ছের কথাই জানালেন লখনউ অধিনায়ক।

ঘরোয়া ক্রিকেটে রাহুল খেলেন কর্ণাটকের (Karnataka) হয়ে। ভারতীয় ব্যাটার-উইকেট কিপার ২০১০ সাল থেকে খেলছেন কর্ণাটক রঞ্জি দলের হয়ে। আর সেই কারণেই তিনি আইপিএল খেলতে চান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। কর্ণাটকের মানুষ বলে রাহুল চিন্নাস্বামীকেই ঘরের মাঠ হিসেবে দেখতে চান।

Advertisement

[আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নাপসন্দ রোহিতের! শিবম, সুন্দরদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভারত অধিনায়ক]

জাতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে একটা সাক্ষাৎকারে লখনউ অধিনায়ক বলেন, “এটা বদলানোর কোনও উপায় নেই যে, আমি কর্ণাটকের ক্রিকেটার। আইপিএলে খেলার আগে থেকেই চিন্নাস্বামী আমার ঘরের মাঠ। সবাই নিজের শহরের হয়ে খেলতে চায়। ফলে বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে সেটা সবচেয়ে ভালো হবে।”

কিন্তু আইপিএলে খেললে যে সব সময় নিজের শহরের হয়ে খেলা সম্ভব নয়, সেটা রাহুল ভালো ভাবেই জানেন। বিরাট ও ধোনির প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। সে বিষয়ে কিছুটা আক্ষেপও আছে তাঁর, “জানি সম্ভব নয়, তবু আমরা একটা ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলতে চাই। বার বার দল পরিবর্তন করা সহজ নয়। কিন্তু একটা সময়ের পর সেটা অভ্যাস হয়ে যায়।”

[আরও পড়ুন: ‘আইপিএল থেকে ওর কিছু শেখার নেই’, মুস্তাফিজুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ ক্রিকেট কর্তার]

তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেই। ২০১৩ সালে রাহুল খেলেছেন তাদের হয়ে। কিন্তু পরের বছর চলে আসেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০১৬-তে এক বছরের জন্য আবার ফিরে আসেন বেঙ্গালুরুতে। তার পর পাঞ্জাব কিংসের হয়ে খেলার পর ২০২২ সালে রাহুল যুক্ত হন লখনউ দলে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement