Advertisement
Advertisement
KL Rahul

দলের হারের দিনেও নজির রাহুলের, টপকে গেলেন কোহলি-গেইলকে

আইপিএলের নয়া রেকর্ডের মালিক রাহুল।

KL Rahul surpasses Virat Kohli, achieves huge feat in IPL | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 16, 2023 9:55 am
  • Updated:April 16, 2023 9:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL) একেবারেই ফর্মে ছিলেন না। অবশেষে পুরনো দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রানে ফিরলেন কে এল রাহুল (KL Rahul)। ৭৪ রানের ইনিংস খেললেও দলকে অবশ্য জেতাতে পারেননি। কিন্তু আইপিএলে নতুন রেকর্ডের মালিক হলেন রাহুল। শনিবার তিনি ছাপিয়ে গেলেন ক্রিস গেইল, বিরাট কোহলির (Virat Kohli) মহারথীদের।

আইপিএলে (IPL 2023) বরাবরই সফল ব্যাটারদের মধ্যে অন্যতম রাহুল। একবার অরেঞ্জ ক্যাপও জিতেছেন তিনি। শনিবার ফের নয়া রেকর্ড গড়লেন লখনউ অধিনায়ক। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসাবে ৪ হাজার রান করেছেন তিনি। ১০৫ ইনিংস খেলে এই নজির গড়লেন তিনি। এই তালিকায় তিনি বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের ছাপিয়ে গেলেন। সেই সঙ্গে ব্যাটারদের মধ্যে সেরা গড়ও রয়েছে রাহুলের। আইপিএলের পরিসংখ্যান বলছে, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৪ নম্বরে রয়েছেন রাহুল।

Advertisement

[আরও পড়ুন: ‘উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার মৃত্যু’, আতিক খুনে সরব বিরোধীরা]

যদিও নজির গড়ার দিনে জয়ের হাসি হাসতে পারলেন না রাহুল। শনিবার ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। দুরন্ত ছন্দে ইনিংস শুরু করলেও পরের দিকে অবশ্য রানের গতি কমে যায়। মাত্র ১৬০ রানের পুঁজি নিয়েও অবশ্য শেষ পর্যন্ত লড়াই করেন লখনউ বোলাররা। শেষ ওভারে এসে অবশ্য জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব কিংস। দুই উইকেটে হেরে যায় লখনউ। সুবিধাজনক অবস্থায় থেকেও কেন ম্যাচ হারতে হল, তা নিয়ে অবশ্য প্রশ্নের মুখে পড়েছে রাহুলের অধিনায়কত্ব।

[আরও পড়ুন: ঝাঁজ বাড়ছে সুদানের গৃহযুদ্ধের, মৃত্যু অন্তত ২৭ জনের, জখম আরও ১৫০]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement