Advertisement
Advertisement
India vs Southa Africa

টেস্ট দলে ফিরেই অনবদ্য সেঞ্চুরি রাহুলের, সেঞ্চুরিয়নে লড়ছে ভারত

এভাবেও ফিরে আসা যায়!

KL Rahul Scores brilliant century against South Africa | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 27, 2023 2:53 pm
  • Updated:December 27, 2023 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও ফিরে আসা যায়! প্রতিভা নিয়ে সংশয় কোনওদিনই ছিল না। কেরিয়ারের শুরু থেকে শুধু একটা জিনিসই ভুগিয়েছে তাঁকে, ধারাবাহিকতা আর আত্মবিশ্বাসের অভাব। এই ধারাবাহিকতার অভাবেই ভারতীয় টেস্ট দল (Indian Test Team) থেকে বাদ পড়তে হয়েছে। নিয়মিত ওপেনার হওয়া সত্ত্বেও ওপেনিং স্লট হাতছাড়া হয়েছে। সেসব পিছনে ফেলে ঘুরে দাঁড়ালেন কে এল রাহুল। একই সঙ্গে তাঁর ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াল ভারত। সেঞ্চুরিয়নে ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ১০১ রানের যে ইনিংসটি খেললেন, সেটা এককথায় অনবদ্য। তাঁর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ২৪৫ রানের মতো সম্মানজনক স্কোরে পৌঁছল টিম ইন্ডিয়া (Team India)।

পিচে দুরকম বাউন্স, কোনও বল উঠছে, কোনওটা আবার নামছে, ভয়ংকর সুইং, সেই সঙ্গে মেঘলা আকাশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের মতো। সেই দুঃস্বপ্নের মধ্যে ভারতীয় দলকে সেঞ্চুরিয়ন টেস্টে নতুন করে স্বপ্ন দেখালেন রাহুল। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৮ উইকেটে ২০৮। রাহুল নিজে ব্যাট করছিলেন ৭০ রানে।

Advertisement

[আরও পড়ুন: বছরভর রোনাল্ডোর শাসন, কেন-এমবাপেকে ছাপিয়ে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহানায়ক]

কঠিন পরিস্থিতিতে টেল-এন্ডারদের পক্ষে যে বেশিক্ষণ ব্যাট করা সম্ভব নয়, সেটা ভালোই জানতেন কেএল (KL Rahul)। সম্ভবত সেকারণেই এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট শুরু করেন তিনি। এদিন সকালে ভারত নিজেদের স্কোরে যোগ করেছে মোট ৩৭ রান। তার মধ্যে ৩০ রানই রাহুলের। সিরাজ আউট হওয়ার পর সমর্থকরা চিন্তায় পড়েছিলেন সেঞ্চুরি করা পর্যন্ত সঙ্গ পাবেন তো রাহুল। কিন্তু সেই সংশয় মিটিয়ে দিলেন রাহুল নিজেই। জেরাল্ড কোয়েৎজির বলে বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। 

[আরও পড়ুন: শুরু আইপিএলের প্রধান স্পনসর খোঁজার প্রক্রিয়া, চিনা সংস্থাকে ফের ব্রাত্য করছে বোর্ড]

দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে এটি রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২১ সালেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক। এশিয়ার বাইরে মাত্র দুই ভারতীয় উইকেটরক্ষক টেস্ট সেঞ্চুরি করেছেন। একজন ঋষভ পন্থ। আর অপরজন হলেন রাহুল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement