Advertisement
Advertisement
KL Rahul

কেন লখনউ ছাড়লেন? রাহুলের মুখে ‘একটু স্বাধীনতা’ পাওয়ার কথা

ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে পারবেন? কী ভাবছেন কেএল রাহুল?

KL Rahul opens up on leaving Lucknow Super Giants in IPL retention

কেএল রাহুল। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 11, 2024 7:44 pm
  • Updated:November 11, 2024 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল রিটেনশনের আগেই একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল যে, কেএল রাহুল আর লখনউ সুপার জায়ান্টসে থাকবেন না। আর সেটাই হয়েছে শেষ পর্যন্ত। শোনা গিয়েছিল, রাহুল নিজেই আর এলএসজি-তে থাকতে চাননি। এবার মহা নিলামে উঠবেন তিনি। কিন্তু কেন লখনউ ছাড়লেন দলের অধিনায়ক? রাহুলের মুখে শোনা যাচ্ছে ‘একটু স্বাধীনতা’ পাওয়ার কথা।

গত আইপিএলে মাঠের মধ্যেই দেখা গিয়েছিল কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার বচসা। যা নিয়ে তীব্র সমালোচনা হয়। এবার রিটেনশনের আগে জানা যাচ্ছিল দুপক্ষের মতামতই। একদিকে যেমন রাহুলের দল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তেমনই এলসিজি-র নতুন মেন্টরের রিপোর্টে ছিল ভারতীয় তারকার কম স্ট্রাইক রেটের কথাও। শেষ পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কার দল নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, ময়ঙ্ক যাদব, মহসিন খান ও আয়ুষ বাদোনিদের রিটেন করে।

Advertisement

অথচ তিনি দুবছর দলের তিনি দলের অধিনায়ক ছিলেন। দ্বিতীয় বছরে দল ব্যর্থ হলেও প্রথমবার প্লে অফে উঠেছিল। তাহলে কি ভরা ময়দানে বচসার জেরেই এলএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল? সেই বিষয়ে তাঁর বক্তব্য, “আমি নতুন করে সব শুরু করতে চাইছিলাম। আমার জন্য কী কী বিকল্প আছে সেটা খুঁজতে চাই। যে দলে আমি একটু স্বাধীনতা পাব। যেখানকার পরিবেশ একটু হালকা হবে। কখনও কখনও পুরনোকে ছেড়েই নিজের জন্য ভালো কিছু খুঁজতে হয়।”

শুধু আইপিএল নয়, ভারতের টি-টোয়েন্টি দল থেকেও অনেকদিন বাইরে তিনি। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মধ্যেও কি টিম ইন্ডিয়ায় ফিরতে পারবেন? রাহুল বলছেন, “আমি জানি, প্লেয়ার হিসেবে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটাও জানি যে, ফিরে আসতে হলে কী করতে হবে। এবারের আইপিএল আমাকে সেই মঞ্চটা দেবে, যেখানে আমি উপভোগ করে ক্রিকেট খেলতে পারব। অবশ্যই আমার লক্ষ্য ভারতের টি-টোয়েন্টি দলে ফেরা।” তবে সম্প্রতি একেবারেই ছন্দে নেই রাহুল। এর মধ্যে এসেছে তাঁর বাবা হওয়ার খবর। আগামী আইপিএলে ভাগ্য ফিরবে তাঁর?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement