Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

‘আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে’, ‘কফি উইথ করণ’ বিতর্ক নিয়ে মুখ খুললেন কেএল রাহুল

সেই সময় খুব ভয় পেয়েছিলেন, দাবি ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারের।

KL Rahul opens up about his controversy of five years ago
Published by: Arpan Das
  • Posted:August 24, 2024 3:52 pm
  • Updated:August 24, 2024 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেএল রাহুল। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক। ৩২ বছর বয়সি ক্রিকেটারকে মাঠে যেমন বোলারদের আক্রমণ সামলাতে হয়, তেমনই কেরিয়ারেও নানা উত্থানপতন দেখতে হয়েছে। বিশেষ করে ২০১৯ সালে একটি টিভি অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। রাহুলের মতে, সেই সময় তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন।

ঠিক কী ঘটেছিল বছর পাঁচেক আগে? তখন একটি জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেএল রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। সেই সময় তাঁদের মন্তব্যের জেরে ব্যাপক বিতর্ক হয়। যার ফলে সমস্ত অনুষ্ঠানটাই সরিয়ে দেওয়া হয়। ক্রিকেট কেরিয়ারও প্রশ্নচিহ্নর মুখে পড়ে যায়। ২০১৯-র সেই ঘটনার পর কীরকম অনুভূতি হয়েছিল রাহুলের? সেই বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটার-উইকেটকিপার।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দল নিয়ে না ভেবে শুধু খেলে যাক, ‘ব্রাত্য’ কাইথকে বার্তা সুব্রত পালের]

সম্প্রতি একটি পডকাস্টে রাহুল বলেন, “ওই ইন্টারভিউটা সম্পূর্ণ অন্য জগতের ছিল। ওটা আমাকে বদলে দিয়েছে। সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি ছোটবেলা থেকেই খুব কম কথার মানুষ। তার পর আমি ভারতের হয়ে খেলেছি। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছি। এখন ১০০ জনের ঘরে বসে থাকলেও সবাই আমার উপস্থিতি বুঝতে পারবে।”

[আরও পড়ুন: ‘মিস ইউ গব্বর’, ধাওয়ানের অবসরে শুভেচ্ছা গম্ভীর-হরভজনদের, নেটদুনিয়ায় আবেগী ভক্তরা]

সেই সঙ্গে রাহুল বলছেন, “ওই ইন্টারভিউটা আমাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। দল থেকে বাদ পড়ে গিয়েছিলাম। আমি কখনও স্কুলে শাস্তি পাইনি, নির্বাসিত হয়নি। আমি জানতাম না সেটা কীভাবে সামলাতে হবে। স্কুলে দুষ্টুমি করেছি, কিন্তু তার জন্য কোনওদিন স্কুল থেকে তাড়িয়ে দেয়নি বা পরিবারের কাউকে ডাকেনি।” টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পাননি রাহুল। গত আইপিএলেও লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথাবার্তা নিয়েও বিতর্ক হয়। এর মধ্যেই ভাইরাল হয় রাহুলের ইনস্টাগ্রাম পোস্ট। যেখানে প্রথমে তাঁর অবসর নিয়ে গুঞ্জন শোনা গেলেও, তা আসলে ছিল একটি চ্যারিটি অনুষ্ঠানের ঘোষণা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement