Advertisement
Advertisement
KL Rahul

লখনউতেই থাকছেন রাহুল! কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক তারকা ক্রিকেটারের

লখনউতেই থাকতে আগ্রহী রাহুল, খবর সূত্রের।

KL Rahul met Sanjeev Goenka in Kolkata
Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2024 4:51 pm
  • Updated:August 27, 2024 4:51 pm

স্টাফ রিপোর্টার: আইপিএলে আর তাঁকে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে কি না, সেই জল্পনা গত বছর থেকেই শুরু হয়েছিল। মাঝে আবার শোনা যাচ্ছিল যে লোকেশ রাহুল আবার তাঁর পুরনো টিম আরসিবিতে ফিরতে পারেন। এত সব জল্পনার মাঝেই কলকাতায় এসে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করে গেলেন কেএল।

এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, সোমবার গোয়েঙ্কার সঙ্গে তাঁর জাজেস কোর্ট রোডের অফিসে বৈঠক করেন রাহুল। খবর অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে কী স্ট্র্যাটেজি করা হবে, কাদের রিটেন করা হবে’সব নিয়ে নাকি বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। রাতের দিকে সংবাদসংস্থার খবর, রাহুল নাকি নিজেও ‘রিটেইনড’ হতে চান। সেই ইচ্ছের কথাও লখনউ মালিককে জানিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: স্পিন খেলতে বিপাকে রোহিত-বিরাটরা, বাংলাদেশ সিরিজের আগে শিবিরের ভাবনা গম্ভীরের

যদিও দু’পক্ষের তরফ থেকে কেউই সরকারিভাবে কোনও বিবৃতি দেননি। তবে মনে করা হচ্ছে আগামী মরশুমেও রাহুলকে হয়তো লখনউয়ের হয়েই খেলতে দেখা যাবে। একটা মহল মনে করছে যদি রাহুলকে ছেড়ে দেওয়া হত, তাহলে আগামী মরশুম নিয়ে আলোচনা করা হত না। শেষপর্যন্ত কী হয়, সেটাই এখন দেখার। তবে লখনউ মালিকের সঙ্গে বৈঠকের পরে খবর ছড়াচ্ছে, হয়তো অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে রাহুলকে। উইকেটকিপার-ব্যাটার হিসাবে দলে থাকবেন তিনি।

অন্যদিকে আরও একটা খবর রয়েছে লখনউ শিবিরে। শোনা যাচ্ছে, জাহির খানকে টিমের মেন্টর করার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে লখনউ টিম ম‌্যানেজমেন্ট। গতবার গৌতম গম্ভীর লখনউয়ের দায়িত্ব ছেড়ে কেকেআরে যোগ দিয়েছিলেন। গম্ভীর বর্তমানে ভারতীয় টিমের কোচ। শোনা যাচ্ছে, মেন্টর হিসেবে লখনউ অভিজ্ঞ কাউকে চাইছে। জাহির সেই লিস্টে সবার উপর রয়েছেন।

[আরও পড়ুন: ঘোষিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল, অধিনায়ক হরমনপ্রীত, বাংলা থেকে টিমে রিচা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement