সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে গোদের উপর বিষফোঁড়া। একেই আরসিবির কাছে লড়াই করেও হারতে হয়েছে দলকে। তার উপর আইপিএলের নিয়ম ভেঙে শাস্তির মুখেও পড়তে হল লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul)। তবে তিনি একা নন, নিয়মভঙ্গ করায় লখনউ দলের আরেক তারকা মার্কাস স্টয়নিসও পড়লেন বিপাকে।
আইপিএলের (IPL 2022) গভর্নিং কাউন্সিলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়, অধিনায়ক রাহুল এবং অলরাউন্ডার স্টয়নিস- দু’জনই টুর্নামেন্টের কোড অফ কনডাক্টের লেভেল ওয়ান নিয়ম ভেঙেছেন। যে কারণে রাহুলের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হল। সেই সঙ্গে ভর্ৎসনা করা হয়েছে স্টয়নিসকেও।
সম্প্রতি স্লো-ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নেতা রোহিত শর্মাকে। আর মঙ্গলবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেল রাহুলেরও। তবে স্টয়নিসকে ধমক দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে। খেলার মাঠে অখেলোয়াড়োচিত আচরণের জন্যই নাকি কর্তৃপক্ষের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁকে। উল্লেখ্য, গতকাল আউট হয়ে যাওয়ার পর মাঠেই মেজাজ হারিয়েছিলেন অজি তারকা। আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়মভঙ্গ যে হয়েছে, তা মেনেও নিয়েছেন রাহুল ও স্টয়নিস। তবে নিয়ম বলছে, দুটি ম্যাচে স্লো ওভাররেট থাকলে একটি ম্যাচে নির্বাসিত করা হয় অধিনায়ককে। সেই কারণেই এবার সতর্ক থাকতে হবে রাহুলকে।
উল্লেখ্য, মঙ্গলবার সহজেই লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলে (IPL 2022) পঞ্চম জয় পায় ফ্যাফ ডু প্লেসিসের দল। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে চার থেকে দু’ নম্বরে উঠে পড়ে আরসিবি। ২০ ওভারে আরসিবি করে ৬ উইকেটে ১৮১ রান। রান তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) থেমে যায় আট উইকেটে ১৬৩ রানে। আরসিবি ১৮ রানে ম্যাচ জেতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.