Advertisement
Advertisement
KL Rahul

ফর্মে ফেরার সুযোগ পেয়েও চূড়ান্ত ‘ফ্লপ’ রাহুল, খাতা খুললেন না রোহিতের বদলি বঙ্গ তারকাও

মাত্র ৫৮ ওভারেই গুটিয়ে যায় ভারতীয় 'এ' ইনিংস।

KL Rahul failed, India A squad crumble against Australia

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 7, 2024 12:25 pm
  • Updated:November 7, 2024 12:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দুই টেস্টের প্রথম একাদশে জায়গা মেলেনি। বর্ডার-গাভাসকর ট্রফির আগে যেন রান করে আত্মবিশ্বাস ফিরে পান সেজন্য বেসরকারি টেস্টে নামানো হয়েছিল। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হলেন কে এল রাহুল। তবে একা রাহুল নন, বেসরকারি টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ‘এ’ দলের গোটা ব্যাটিং লাইন আপ।

অজি সফরের প্রথম টেস্টে অনিশ্চিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ওপেন করতে পারেন রাহুল, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্স ছিল রাহুলের। প্রথম টেস্টে দুই ইনিংসে ১২ রান করার পরে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। রাহুলের পরিবর্ত হিসাবে নেমে সেঞ্চুরি হাঁকান সরফরাজ খান।

Advertisement

কিন্তু দেশের বাইরে কঠিন অজি উইকেটে রাহুলের উপর ভরসা রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। সেজন্যই নিউজিল্যান্ড সিরিজে গেম টাইম না পাওয়া রাহুলকে এক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়। অজি ‘এ’ দলের বিরুদ্ধে রান করে হারানো ফর্ম ফিরে পেলে রাহুলকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ওপেন করানো হবে, এমনটাই হয়তো পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু ফর্মে ফেরার সুযোগ পেয়েও হেলায় হারালেন রাহুল। বৃহস্পতিবার ভারতীয় ‘এ’ দলের হয়ে ওপেন করতে নেমে মাত্র চার বল খেললেন। একটা চার মেরেই আউট হয়ে গেলেন রাহুল।

রোহিতের বদলি ওপেনার হিসাবে অজি সফরে জায়গা পাওয়া অভিমন্যু ঈশ্বরনও খাতা না খুলেই এদিন আউট হয়ে যান। সাই সুদর্শন, ঋতুরাজ গায়কোয়াড়, নীতীশ রেড্ডি- এদিন ব্যর্থ সকলেই। একমাত্র ধ্রুব জুরেল এদিন ৮০ রান করে দলের মানরক্ষা করেন। মাত্র ৫৮ ওভারেই গুটিয়ে যায় ভারতীয় ‘এ’ ইনিংস। সাকুল্যে ১৬১ রান তুলেছে দল। রান তাড়া করতে নেমে ১৭ ওভারেই ৫৩ রান তুলে ফেলেছে অজি ‘এ’ ব্রিগেড। উল্লেখ্য, আগের ম্যাচে বল বিকৃতি কাণ্ডে জড়ানোর পরে এই ম্যাচে নামানো হয়নি ইশান কিষানকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement