Advertisement
Advertisement

Breaking News

Cricket

রানাকে নিয়ে আচমকা ‘করোনা-নাটক’ নাইট শিবিরে, প্রথম ম্যাচে খেলবেন?

কী জানানো হয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে?

KKR's Nitish Rana Tests Negative For COVID-19 After Testing Positive On March 22 | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:April 1, 2021 9:26 pm
  • Updated:April 1, 2021 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে নেগেটিভ। তারপর পজিটিভ। এখন ফের নেগেটিভ। IPL শুরুর আগে নাইট সংসারে হঠাৎই করানো-নাটক। নাটকের কেন্দ্রে রয়েছেন কেকেআরের (Kolkata knight Riders) তারকা ব্যাটসম্যান নীতিশ রানা।

বৃহস্পতিবার দু’বারের আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়, গত ২১ মার্চ নিভৃতাবাস পর্ব শুরু করার জন্য যখন মুম্বইয়ে (Mumbai) নাইটদের টিম হোটেলে আসেন রানা, সেই সময় তারকা ব্যাটসম্যান ছিলেন করোনা নেগেটিভ। তবে নাইট শিবিরে যোগ দেওয়ার এক দিন পরেই বাকি ক্রিকেটারদের মতো রানারও করোনা পরীক্ষা হয়। টেনশনের চোরাস্রোত তৈরি করে দেখা যায় কেকেআরের ব্যাটসম্যান করোনা পজিটিভ। কোভিডে আক্রান্ত হলেও উপসর্গহীন ছিলেন রানা। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী নিভৃতাবাসে যান রানা। এ বার নাটকের ক্লাইম্যাক্সে আসা যাক। ফের এ দিন রানার করোনা পরীক্ষা হয়। আর এ বার রিপোর্ট– করোনা নেগেটিভ। নাইটদের তরফে এটাও আবার জানানো হল যে, ১০ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে নামতে পারবেন রানা। আর কয়েকদিন মধ্যেই ট্রেনিং শুরু করবেন কেকেআর ব্যাটিংয়ের অন্যতম অস্ত্র।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশের জার্সির থেকে আইপিএলে খেলতে বেশি আগ্রহী’, স্টোকসকে তীব্র আক্রমণ নেটিজেনের]

রানাকে নিয়ে কেকেআরের এ হেন বিবৃতির পর সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। নাইট সংসারে করোনা-নাটক নিয়েই সবাই টুইট করতে থাকেন। একজন জনৈক ক্রিকেটপ্রেমীর যেমন কেকেআরের ঘটনা দেখে চেন্নাই সুপার কিংসের কথা মনে পড়ে গেল। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) আইপিএল (IPL) শুরুর আগে করোনায় তছনছ হয় CSK শিবির। শোনা গিয়েছিল অধিকাংশ ক্রিকেটার করোনায় (Covid-19) আক্রান্ত। এ বারও আইপিএল শুরুর আগে ফের দেখা দিল করোনা-আতঙ্ক। তবে কেকেআরের রানা ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজির কোনও ক্রিকেটার করোনায় আক্রান্ত আপাতত এমন কোনও খবর নেই।

[আরও পড়ুন: ফুটবলারদের বিচারে বর্ষসেরা অরিন্দম, সেরা কোচের শিরোপা পেলেন খালিদ জামিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement