গম্ভীরের উপস্থিতিতে বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচের পর আন্দ্রে রাসেল গ্যালারির সামনে দাঁড়িয়ে সমর্থকদের অকাতরে অটোগ্রাফ দিচ্ছিলেন। মিচেল স্টার্ক থেকে সুনীল নারিন, প্রত্যেকেই আলাদা করে প্রশংসা করে গেলেন কলকতার সমর্থকদের।
শনিবার এবারের আইপিএলে (IPL) শেষ ম্যাচটা ইডেনে খেলে ফেলল কেকেআর (KKR)। শুধু খেলল নয়, একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথম টিম হিসাবে এবার প্লে অফ নিশ্চিত করল তারা। স্বাভাবিকভাবেই পুরো টিম একেবারে ফুরফুরে মেজাজে। দলের মালিক শাহরুখ খান আসেননি ঠিকই। তবে নিশ্চিতভাবে তাঁর বার্তাও টিমের কাছে পৌঁছে গিয়েছে।
তবে মুম্বই-জয় নিয়ে আর খুব বেশি ভাবতে চাইছে না কেকেআর। বরং সে সব ভুলে সোমবার নতুন এক যুদ্ধে নামতে চলেছেন শ্রেয়স আইয়াররা। সামনে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এদিন দুপুরে টিম আহমেদাবাদ উড়ে গিয়েছে। প্লে অফ নিশ্চিত করার পর কেকেআরের লক্ষ্য এখন টেবিলের শীর্ষে থাকা।
চেন্নাই সুপার কিংসের জয়ে সেই সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে। কারণ রাজস্থান রয়্যালস, তারা দুনম্বরেই রয়ে গিয়েছে। কেকেআর যদি শেষ দুটো ম্যাচ জিততে পারে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করবেন শ্রেয়সরা। সেটাই এখন লক্ষ্য নাইটদের।
গত কয়েকটা মরশুমে ভালো পারফর্ম করে পারেনি কেকেআর। এবার শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে কলকাতার দল। অনেকেই বলছেন, গম্ভীরের প্রত্যাবর্তন পুরো টিমকে বদলে দিয়েছে। গতবারের থেকে এবারের দলটায় খুব বেশি পরিবর্তন হয়নি। পরিবর্তন ঘটেছে টিমের মানসিকতায়। গম্ভীর এসেই ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। একইসঙ্গে টিমের মধ্যে খুনে ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে আসেন। সঙ্গে আরও একটা ব্যাপার আছে। টিমের মধ্যে একাত্মতা।
ইডেনে মুম্বই-বধের পর নীতীশ রানা বলছিলেন, ‘‘আমরা জিতলে একসঙ্গে জিতি। হারলেও একসঙ্গে হারি। এটাই আমাদের ড্রেসিংরুমের পরিবেশ। গত দুটো মরশুম দলের মধ্যে এই বোধের অভাব ছিল।’’
চোটের জন্য দশটা ম্যাচ মাঠের বাইরে কাটাতে হয়েছে। ইডেনে প্রত্যাবর্তনের ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেন তিনি। ম্যাচের আগের দিন সারা রাত ঘুমোতে পারেননি। অদ্ভুত একটা উত্তেজনা হচ্ছিল। নীতীশ রানা বলছিলেন, ‘‘ম্যাচের আগের রাতে আমি ঘুমোতে পারিনি। সকাল সাড়ে সাতটা-আটটায় ঘুমোতে যাই। ভিতরে ভিতরে একটা উত্তেজনা হচ্ছিল। শুধু মনে হচ্ছিল, আমি যেন আইপিএলের অভিষেক ম্যাচ নামছি।’’
আজ আইপিএলে- (গুজরাট টাইটান্স বনাম কেকেআর
সন্ধে ৭.৩০, আহমেদাবাদ, স্টার স্পোর্টসে)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.