স্টাফ রিপোর্টার: ‘লেটস গেট ব্যাক টু উইনিং ওয়েজ।’ আগামী বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের মন্ত্র এখন এটাই। ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে শুরু করতে হয়েছে নাইট রাইডার্সকে। বলতে গেলে, বিরাট কোহলি-ফিল সল্টদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি কেকেআর। কেকেআরের প্রাক্তন সল্ট এবং কোহলি মিলে চুরমার করে দেন অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন সোনালি-বেগুনিকে। এ অবস্থায় বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের শপথ নিচ্ছেন নাইটরা।
বর্ষাপাড়া স্টেডিয়ামে সোমবার সন্ধে থেকে ট্রেনিং ছিল কেকেআরের। প্র্যাকটিসে ডোয়েন ব্রাভোর সঙ্গে কেকেআরের তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশীকে ফুটবল খেলতে দেখা গেল। অঙ্গকৃষ বলেও দিয়েছেন, “আমাদের এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে হবে।” বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা-এঁরা দু’জন আবার চ্যাম্পিয়ন্স ট্রফির রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি। দু’জনের মেবাইলের ‘ওয়ালপেপার’-এই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত। হর্ষিত বলে গেলেন, “মানসিক ভাবে টিম বেশ ঝরঝরেই রয়েছে। আশা করছি, গুয়াহাটিতে আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ ভালো যাবে।”
বুধবার গুয়াহাটিতে কেকেআরের প্রতিপক্ষ যারা, সেই রাজস্থান রয়্যালসের অবস্থাও বিশেষ সুবিধের নয়। তারা আবার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বিধ্বস্ত হয়ে খেলতে নামছে। গত রবিবার রাজস্থান বোলারদের বেধড়ক পিটিয়ে বিশাল ২৮৬ রান তুলে দেয় সানরাইজার্স। শেষ পর্যন্ত প্রবল লড়াই চালানো সত্ত্বেও, যে ম্যাচ জেতা সম্ভব হয়নি রাজস্থানের পক্ষে। তবে রাজস্থান রয়্যালসের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগ সানরাইজার্স ম্যাচ হেরে বলে দিয়েছেন, তাঁরা চেষ্টা করছেন, জয়ের সরণিতে ফিরে আসার রাস্তা খুঁজে বার করতে। বলে দিয়েছেন, “সানরাইজার্সের বিরুদ্ধে বল হাতে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমাদের বসে কথা বলে ঠিক করতে হবে, কী করে আরও উন্নতি করা যায়। আমাদের সানরাইজার্স ম্যাচের রেজাল্ট ভুলে পরবর্তী ম্যাচে নামতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.