Advertisement
Advertisement

Breaking News

KKR vs RR

আচমকা জট, বদলে যাচ্ছে ইডেনে কেকেআর ম্যাচের দিনক্ষণ!

কোন ম্যাচ ঘিরে তৈরি হয়েছে জটিলতা?

KKR vs RR match on 17 April might get rescheduled

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 1, 2024 4:17 pm
  • Updated:April 1, 2024 5:08 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: হঠাৎই জট কেকেআরের (KKR) ম্যাচ নিয়ে। ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সন্ধে সাড়ে সাতটার সময় রাজস্থানের (RR) বিরুদ্ধে নামার কথা নাইট রাইডার্সের (KKR vs RR)। কিন্তু তার আগেই সমস্যা তৈরি হল এই ম্যাচ নিয়ে। ওই দিনই রামনবমী থাকায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ম্যাচটির ভেন্যু বদলাতে চায়। যদিও কেকেআর ইডেনেই করতে চায় ম্যাচটি।

১৭ এপ্রিল দেশজুড়ে পালিত হবে রাম নবমী। রাজ্যের বিভিন্ন স্থানে রাম নবমীর মিছিল বেরোয়। ফলে ওই দিন ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা নিয়ে চিন্তিত কলকাতা পুলিশ। তাদের পক্ষ থেকে ওই দিনে ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও সম্পূর্ণ বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। সিএবি (CAB) ও নাইট রাইডার্স কর্তৃপক্ষ এই বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘১৮ মাস অপেক্ষা করেছি’, এক হাতে ছক্কা হাঁকিয়ে তৃপ্ত ‘কামব্যাকের’ পন্থ]

নাইট রাইডার্স অবশ্য কলকাতা থেকে ম্যাচ সরানোর ঘোর বিরোধী। তারা চায় অন্য তারিখে ইডেনেই হোক রাজস্থান ম্যাচটি। সেই অনুযায়ী তারা সিএবির থেকে বিকল্প ডেট চেয়েছে। সে ক্ষেত্রে ১৮ এপ্রিল মাঠে নামতে পারেন শ্রেয়স আইয়াররা। কিন্তু ওই দিনই সন্ধে সাড়ে সাতটা থেকে মোহালিতে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে। ফলে একই দিনে একই সময়ে দুটি ম্যাচের ক্ষেত্রে সম্প্রচারকারী চ্যানেলও সমস্যায় পড়তে পারে। স্বাভাবিক ভাবেই ভারতের দুই প্রান্তে দুটি ম্যাচ একসঙ্গে চললে তাদের পক্ষেও সম্প্রচারের ব্যবস্থা করা মুশকিল।

[আরও পড়ুন: ‘আমরা হেরেছি নাকি?’ মাহি ঝড়ে চেন্নাই ম্যাচের ফল ভুলে গেলেন সাক্ষী!]

এ ক্ষেত্রে ইডেনের ম্যাচটি দুপুর সাড়ে তিনটে থেকে আয়োজন করাই একমাত্র বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। ১৮ তারিখ ম্যাচ করানোর পক্ষে রফাসূত্র খোঁজার চেষ্টা চলছে। কিন্তু সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ, সোমবার সব পক্ষের মিটিংয়ের পর। বৈঠকেই সম্পূর্ণ ছবিটা পরিষ্কার হতে পারে বলে কেকেআর সূত্রে খবর। ততক্ষণ পর্যন্ত ইডেনে নাইটদের সঙ্গে রাজস্থানের ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত রইল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement