Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

নাইট-যুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে নেই রোহিত, কোন ভূমিকায় দেখা যেতে পারে হিটম্যানকে?

প্রাক্তন অধিনায়ককে নিয়ে একটি শব্দও খরচ করেননি পাণ্ডিয়া।

KKR vs MI: Rohit Sharma will play against KKR today in IPL 2024 as an impact player

পরের মরশুমে নীল জার্সিতেই কি দেখা যাবে রোহিতকে?

Published by: Krishanu Mazumder
  • Posted:May 3, 2024 7:22 pm
  • Updated:May 3, 2024 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়েতে মহারণ (KKR vs MI)। আর সেই মহারণে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ দেখার পরে অনেকেই অবাক হয়ে যান। নাইট-যুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় অবশ্য তাঁর নাম রয়েছে।  
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) যখন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) রান তাড়া করতে নামবে, তখন হিটম্যানকে ব্যাট হাতে দেখা যেতে পারে। রোহিতকে কেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সে প্রসঙ্গে অবশ্য একটি শব্দও খরচ করেননি মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে বিশেষজ্ঞদের মতে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিসে অভাবে মুম্বইয়ের প্রথম একাদশে নেই রোহিত। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রোহিত ও আগরকর। পরে মুম্বইয়ের প্র্যাকটিসে এলেও গা ঘামাতে দেখা যায়নি ভারত অধিনায়ককে। বরং দুই দলের ক্রিকেটারদের সঙ্গে খোশমেজাজে গল্পে মেতে ওঠেন তিনি।
নাইটদের বিরুদ্ধে রোহিতকে যে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে, সেই বিষয়ে আগাম কোনও খবরই ছিল না। কেকেআর শিবির ওয়াংখেড়েতে অতিথি দল। নাইট তারকাদের স্বাগত জানাতে দেখা গিয়েছে রোহিতকে। গৌতম গম্ভীর, রিঙ্কু সিংদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন হিটম্যান। 

[আরও পড়ুন: টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত, এক নম্বরে উঠে এল কোন দল?]

এদিকে নাইটদের বিরুদ্ধে লড়াইয়ে একটাই পরিবর্তন এনেছে মুম্বই ইন্ডিয়ান্স। মহম্মদ নবির জায়গায় নমন ধীর প্রথম একাদশে এসেছেন। টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বই। আইপিএলের লিগ তালিকায় তাদের অবস্থা ভালো নয়। হারতে হারতে অনেকটাই পিছিয়ে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা। অন্যদিকে দ্বিতীয় স্থানে কেকেআর। ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে জিততে মরিয়া মুম্বই। 

Advertisement

[আরও পড়ুন: ফাইনালে কেউ ফেভারিট নয়! বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মোহনবাগানকে আকাশছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছেন হাবাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement