রাজর্ষি গঙ্গোপাধ্যায়: কলকাতা থেকে সরতে চলেছে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। ওই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না বলে আগেই জানানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে। তারপর থেকেই প্রশ্ন ওঠে ম্যাচ আয়োজন ঘিরে। এবার শোনা যাচ্ছে, ইডেন থেকে সরিয়ে দেওয়া হবে ওই ম্যাচ। তবে এখনও বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।
আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচে ইডেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুখোমুখি হবে নাইটরা। সেই ম্যাচ আয়োজনে কোনও সমস্যা নেই। সমস্যা হল ৬ এপ্রিল ইডেনে লখনউ বনাম কলকাতা ম্যাচ নিয়ে। আসলে ওই দিন রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোতে চলেছে রামনবমী উপলক্ষে। তাছাড়া সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও দেখা গিয়েছে। তাই কলকাতা পুলিশ সতর্ক। রামনবমীর দিন ইডেনে ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই সিএবিকে চিঠি দিয়েছে পুলিশ।
তারপর থেকেই জটিলতা বাড়তে শুরু করেছে ওই ম্যাচ নিয়ে। কেকেআর শিবিরের মত ছিল, ৬ এপ্রিলের ম্যাচ দুপুর ৩টে থেকে শুরু হয়ে সন্ধের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ফলে বেশি রাত পর্যন্ত ঝামেলা থাকবে না। তাছাড়া রামনবমীতে আর যা-ই হোক, দুর্গাপুজো বা কালীপুজোর মতো গোটা শহর উৎসবে মেতে ওঠে না। ফলে নিরাপত্তা নিয়ে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু পুলিশও নিজের সিদ্ধান্তে অনড়।
এহেন পরিস্থিতিতে বাধ্য হয়েই ম্যাচ সরানোর সিদ্ধান্ত নিল সিএবি। যদিও বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, হয়তো গুয়াহাটিতে খেলা হতে পারে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। উল্লেখ্য, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হোম টিম হিসাবে দুটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। তার মধ্যে একটি কেকেআরের বিরুদ্ধে। এবার কেকেআর বনাম এলএসজি ম্যাচটিও হয়তো হতে পারে সেখানে। প্রসঙ্গত, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও দাবি করেছেন যেন রামনবমীর দিনে ম্যাচ না হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.