মিচেল স্টার্ক। ফাইল চিত্র
আলাপন সাহা: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে যেরকম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, আরসিবির (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ঠিক তাই। তফাৎ বলতে সেদিন ইডেনে টেনশনের স্রোত বইয়ে দিয়ে কেকেআর (Kolkata Knight Riders) ম্যাচটা হেরেছিল। আর এদিন জিতল এক রানে। শেষ ওভারে একুশ রান দরকার। দীনেশ কার্তিক আউট হয়ে গিয়েছেন। ইডেন ধরেই নিয়েছে যে কেকেআর সহজেই জিতবে। কিন্তু স্টার্ককে যে করণ শর্মা তিনটে ছয় মেরে দিয়ে টেনশনের পরিস্থিতি তৈরি করে দিয়ে যাবেন, সেটা কেউ বা ভেবেছিল। আর একটু হলে ম্যাচটা হেরে যেতে বসেছিল কেকেআর। তিন ওভারে ৫৫ রান দিয়ে যান স্টার্ক (Mitchell Starc)। আইপিএল (IPL 2024) নিলামে পৌনে পঁচিশ কোটি টাকা দিয়ে স্টার্ককে কেনার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল। স্টার্কের পারফরম্যান্স এবারের আইপিএলে একদমই আহামরি নয়। প্রচুর রান দিচ্ছেন। এদিনের পর আরও তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তবে কেকেআর কোনওভাবেই স্টার্কের উপর থেকে আস্থা হারাচ্ছে না।
এদিন ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এসেছিলেন হর্ষিত রানা। তাঁকে এটা নিয়ে প্রশ্নও করা হয়েছিল। রানা বলেন, ‘‘স্টার্ক কত বড় বোলার সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না। দেখুন সবার নিজস্ব কিছু গেমপ্ল্যান থাকে। পরিকল্পনা থাকে। স্টার্কেরও সেরকমই কিছু আছে। তবে আমরা নিশ্চিত ঠিক আমাদের ম্যাচ জেতাবে। ভবিষ্যতে আমাদের জেতাবেই। সেই বিশ্বাস রয়েছে।’’
যেভাবে দুটো ম্যাচে দুশো কুড়ির উপর রান করেও শেষ ওভার পর্যন্ত টেনশনে থাকতে হয়েছে, তাতে হর্ষিতের মনে হচ্ছে, এবারের আইপিএলে কত রান নিরাপদ সেটা আর আগে থেকে বলা সম্ভব হচ্ছে না। বলছিলেন, ‘‘যেভাবে আইপিএল চলছে, তাতে আমার তো কোনও রানই নিরাপদ মনে হচ্ছে না। ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করছে।’’
তবে আন্দ্রে রাসেলের ওভারটা যে ম্যাচের টার্নিং পয়েন্ট সেটাও বলে যান তিনি। হর্ষিত বলছিলেন, ‘‘রাসেলের ওই ওভারটা টার্নিং পয়েন্ট। যে ওভারে দুটো উইকেট নিয়েছে। তারপর শেষ পাঁচ ওভারে আরসিবির জেতার জন্য ৫২ রান দরকার ছিল। তখন আমরা প্রত্যেককে ভাল বোলিং করেছি। আঁটসাঁট লাইন-লেংথে বোলিং করেছি। সবাই কম রান দিয়েছি। ম্যাচের ওই সময়টা টিম হিসাবে আমরা দারুণ পারফর্ম করেছি। ওদের প্রত্যেক ব্যাটারের জন্য আমরা কিছু নির্দিষ্ট পরিকল্পনা করেই নেমেছিলাম। সেই অনুযায়ী বোলিং করেছি আমরা।’’
বিরাট কোহলির আউট বিতর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল হর্ষিতকে। যা নিয়ে কেকেআর পেসারের বক্তব্য, ‘‘এটা নিয়ে আমি কী বলব? ওটা আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। সেটা নিয়ে আমরা কোনও কথা বলতে পারেনি। এটা নিয়ে আমার কিছু বলার নেই।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.