Advertisement
Advertisement
Sunil Narine

আইপিএলে নতুন নজির নারিনের! কাদের উৎসর্গ করলেন সাফল্য?

চলতি আইপিএলে অরেঞ্জ টুপির দৌড়ে তৃতীয় স্থানে আর পার্পল টুপির দৌড়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি।

KKR star Sunil Narine creates new record in IPL 2024

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 6, 2024 10:16 am
  • Updated:May 6, 2024 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুনে ফর্মে সুনীল নারিন (Sunil Narine)। তাঁর চওড়া ব্যাটে ভর করেই লখনউয়ের (LSG) বিরুদ্ধে বড় রান তোলে নাইটরা (Kolkata Knight Riders)। পরে বল হাতেও তুলে নেন একটি উইকেট। বড় ব্যবধানে জিতে প্লে অফে প্রায় পৌঁছল নাইটরা। আর আইপিএলের রেকর্ড বইয়ে উঠে গেল ক্যারিবিয়ান তারকার নাম। সেই সঙ্গে জানিয়ে গেলেন, কাদের সাহায্যে সাফল্য পাচ্ছেন তিনি।

চলতি আইপিএলে (IPL 2024) নাইটদের হয়ে ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন নারিন। স্পিন জাদুর পর ব্যাটের শাসনেও তিনি সম্মোহিত করছেন ভক্তদের। রবিবার একানা স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে ৩৯ বলে ৮১ রান করেন নাইট তারকা। যার ফলে আইপিএল তাঁর রানসংখ্যা ১৫০৭। স্ট্রাইক রেট কপালে তোলার মতো। ১৬৬.৩৩। পরে বল হাতে আউট করেন আয়ুষ বাদোনিকে। তাঁর মোট উইকেট সংখ্যা ১৭৬। আইপিএলে কোনও এক দলের হয়ে ১৫০০-র বেশি রান ও ১৫০-র বেশি উইকেট তোলার কৃতিত্ব আর কারওর নেই। জাদেজা আর ডোয়েন ব্রাভো এই তালিকায় থাকলেও, তাঁরা একাধিক দলের হয়ে খেলে এই রেকর্ড গড়েছেন।

Advertisement

[আরও পড়ুন: দুরন্ত কামব্যাকে গন্তব্য প্যারিস, অলিম্পিকের ছাড়পত্র আদায় ভারতের পুরুষ ও মহিলা রিলে দলের]

এখানেই শেষ নয়। চলতি আইপিএলে তাঁর রান ৪৬১। উইকেট পেয়েছেন ১৪টি। অরেঞ্জ টুপির দৌড়ে তৃতীয় স্থানে আর পার্পল টুপির দৌড়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি। আইপিএলের এক মরশুমে ৪৫০-র বেশি রান ও ১০-র বেশি উইকেটের তালিকাতেও ঢুকে পড়লেন নারিন। এতদিন এই রেকর্ড ছিল মাত্র তিনজনের দখলে। জ্যাক ক্যালিস, শেন ওয়াটসন ও আন্দ্রে রাসেলদের পাশে এবার জ্বলজ্বল করবে নারিনের নামও।

[আরও পড়ুন: ঘোষিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, বাংলাদেশে ট্রফির লড়াইয়ে নামবেন হরমনপ্রীতরা]

তবে এই মরশুমে সাফল্যের কৃতিত্ব তিনি নিজে নিতে চাইছেন না। লখনউ ম্যাচ জেতার পর নারিন বলেন, “ভালো শুরু করাটাই আসল কথা। সাপোর্ট স্টাফদের থেকে সাহায্য পেলে সব কিছুই ঠিক চলে। বরুণ উইকেট তোলায় আমার কাজ সহজ হয়ে যায়। ও খুবই পরিশ্রমী। বাকিরাও সব সময় তৈরি থাকে। যে পরিস্থিতিই আসুক না কেন, ওরা আপ্রাণ চেষ্টা করে যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement