Advertisement
Advertisement

Breaking News

Varun Chakaravarthy

শাহরুখ মন্ত্রেই দুরন্ত কামব্যাক নাইটদের! আইপিএলে নতুন রেকর্ড গড়ে জানালেন বরুণ

কলকাতার জার্সিতে কী রেকর্ড গড়লেন বরুণ?

KKR spinner Varun Chakravarthy revealed Shah Rukh Khan motivated the players after PBKS match
Published by: Arpan Das
  • Posted:April 30, 2024 12:20 pm
  • Updated:April 30, 2024 12:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে পাঞ্জাবের (PBKS) বিরুদ্ধে ম্যাচে লজ্জার হারের সাক্ষী হয়েছিল কেকেআর (Kolkata Knight Riders)। ২৬১ রানের বড় লক্ষ্য আটকাতে পারেননি নাইট বোলাররা। সেই ম্যাচে ৩ ওভারে ৪৬ রান দিয়ে কোনও উইকেট পাননি বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। সেখান থেকে দারুণ প্রত্যাবর্তন নাইট স্পিনারের। যার পিছনে আছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পেপ টক’। দিল্লির বিরুদ্ধে শুধু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারই পাননি। কেকেআরের হয়ে তৈরি করেছেন নতুন রেকর্ড।

সোমবার দিল্লিকে ১৫৩ রানে বন্দি করে ফেলেছিলেন নাইট বোলাররা। মাত্র ১৬ রানে ৩ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরাও হন। ম্যাচ শেষে তিনি জানান প্রত্যাবর্তনের রহস্য। গত ম্যাচের ব্যর্থতার পর নতুন করে ঘুঁটি সাজাতে বসে নাইটদের থিঙ্কট্যাঙ্ক। সেই আলোচনায় ছিলেন মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ভরত অরুণ ও অভিষেক নায়ার। কীভাবে ম্যাচ জেতা যায়, সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয় প্লেয়ার ও ম্যানেজমেন্টের।

Advertisement

[আরও পড়ুন: চার ম্যাচ সাসপেন্ড সাদিকু! আইএসএল ফাইনালের আগে বড় ধাক্কা মোহনবাগানে]

বরুণ জানান, সেখানে ছিলেন খোদ কিং খানও। নাইট মালিক উৎসাহিত করেন সবাইকে। বরুণ বলেন, “শাহরুখ ভাই কাল সবার সঙ্গে কথা বলেন। তিনি এই ব্যর্থতাকে গায়ে মাখতে না করেন। যা হয়েছে, তা দ্রুত ভুলে যাওয়াই ভালো। শুধু নিজের প্রতিভার প্রতি আস্থা রাখো।” তার পরই দুরন্ত কামব্যাক বরুণের। যার জন্য ইডেনের পিচকেও ধন্যবাদ দেন তিনি।

[আরও পড়ুন: আইএসএল প্লে অফই পাখির চোখ, নতুন মরশুমে লাল-হলুদের নজরে জাতীয় দলের ফুটবলাররা]

দিল্লির বিরুদ্ধে নাইটদের হয়ে নতুন রেকর্ড তৈরি করেন বরুণ। ইডেনে ৩ উইকেট নেওয়ার সুবাদে তাঁর ঝুলিতে ঢোকে মোট ৭২ উইকেট। যা কেকেআরের ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল পীযূষ চাওলার দখলে। নাইটদের জার্সিতে তিনি পেয়েছিলেন ৭১ উইকেট। যদিও বিদেশি বোলারদের মধ্যে কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সুনীল নারিন। তাঁর উইকেট সংখ্যা ১৯২।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement