Advertisement
Advertisement

Breaking News

KKR Shakib Al Hasan

‘শুভ জন্মদিন, শাকিব’, বাংলাদেশের তারকা ক্রিকেটারকে শুভেচ্ছা নাইট শিবিরের

আইপিএলের শুরু থেকে শাকিবকে পাবে না কেকেআর।

KKR sends Birthday wish to Bangladesh star cricketer Shakib Al Hasan । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:March 24, 2023 5:08 pm
  • Updated:March 24, 2023 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের (Shakib Al Hasan) জন্মদিন আজ শুক্রবার। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বাংলাদেশ তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

কেকেআর শিবির শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘শুভ জন্মদিন, শাকিব।’ সোশ্যাল মিডিয়ায় কেকেআর-এর পোস্ট করা কার্ডে দেখা যাচ্ছে শাকিব একটি চেয়ারে বসে রয়েছেন। তাঁর সামনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের ক্রিকেট দলের সৈনিকদের বলা হয় ‘বাংলার বাঘ’।
বহির্বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের মুখ শাকিব। অতীতে বাংলাদেশের তারকা ক্রিকেটার আইপিএলে খেলেছেন কেকেআর-এর হয়ে। আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের সদস্যও ছিলেন শাকিব। 

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যাটারদের মন খারাপ করতে চাই না’, উইকেট নিয়ে উদযাপন না করার কারণ জানালেন হাসান মাহমুদ]

 

এবার বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার শাকিব এবং লিটন দাসকে নিয়েছে কেকেআর। তবে আইপিএলের শুরু থেকে তাঁদের দু’ জনকে পাওয়া যাবে না। অন্তত প্রথম তিনটে ম‌্যাচে তো নয়ই। আবার আইপিএলের শেষের দিকেও দুই বাংলাদেশ ক্রিকেটারকে না পাওয়ার সম্ভাবনাই বেশি কেকেআর-এর।

দেশের মাঠে আয়ারল‌্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পরে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। তার পর আছে একমাত্র টেস্ট। যা শেষ হতে হতে আগামী ৮ এপ্রিল হয়ে যাবে।

 

১ এপ্রিল আইপিএল অভিযানে নেমে পড়বে কেকেআর। প্রথম ম্যাচে মোহালিতে মুখোমুখি পাঞ্জাব কিংস। আগামী ৬ এপ্রিল ঘরের মাঠে বিরাট কোহলির রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোরের বিরুদ্ধে ম‌্যাচ রয়েছে নাইটদের। ৯ এপ্রিল ফের অ‌্যাওয়ে ম‌্যাচ রয়েছে কেকেআরের। আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। প্রথম তিনটি ম‌্যাচে পাওয়া যাবে না বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে। তাঁদের শহরে পৌঁছতে পৌঁছতে আগামী ৯-১০ এপ্রিল হয়ে যাবে বলেই খবর। পরিস্থিতি যা তাতে ঘরের মাঠে ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম‌্যাচের আগে নামা সম্ভব হবে না শাকিবদের। আবার, মে মাসের মাঝামাঝি আয়ারল‌্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। সেই সময়েও দুই নাইটকে টিমে পাওয়ার সম্ভাবনা কম। 

[আরও পড়ুন: আইসিসি ট্রফিতে ক্রমাগত ব্যর্থ ভারত, শচীন-মেসির উদাহরণ দিয়ে রোহিতদের তাতাচ্ছেন শাস্ত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement