Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

নববর্ষে নাইট বোলারদের তাণ্ডব, ঝুলি শূন্য শ্রেয়সের, কোনওমতে একশো টপকাল পাঞ্জাব

দুরন্ত বোলিং হর্ষিত রানার।

KKR restricts PBKS on 111 run in IPL 2025 match
Published by: Anwesha Adhikary
  • Posted:April 15, 2025 8:55 pm
  • Updated:April 15, 2025 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের সন্ধ্যায় কলকাতাকে বিশেষ উপহার কেকেআরের। অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমে পাঞ্জাব কিংসকে দুরমুশ করে দিল নাইট বোলিং লাইন আপ। হর্ষিত রানা থেকে শুরু করে বরুণ-নারিন জুটি-কাউকেই সামলাতে পারেনি কেকেআর প্রাক্তনী শ্রেয়স আইয়ারের দল। নাইটদের আইপিএল জেতানো অধিনায়ক এদিন কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন।

মুল্লানপুরে ম্যাচের শুরুতে টস হারে কেকেআর। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স। যদিও টসের সময় কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে জানান, এই পিচে প্রথমে বল করতে চেয়েছিলেন। তাই টসে হারলেও কোনও সমস্যা হবে না। মইন আলির পরিবর্তে এদিন অ্যানরিখ নখিয়াকে প্রথম একাদশে নামায় কেকেআর।

Advertisement

তবে এদিন ম্যাচ শুরু হতেই বোঝা যায়, কতখানি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক। প্রথম দুই ওভারে আগ্রাসী ব্যাটিং করলেও পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই চার উইকেট হারায় পাঞ্জাব। ২২ রান করে আউট হয়ে যান ফর্মে থাকা প্রিয়াংশ আর্য। প্রভসিমরন সিং আউট হন ৩০ রানে। চলতি আইপিএলে ভালো ফর্মে ছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স। কিন্তু মাত্র দুই বল খেলে হর্ষিতের শিকার হন তিনি। পাঞ্জাব ব্যাটিং লাইন আপের প্রথম তিন উইকেট গিয়েছে তারকা পেসারের ঝুলিতে।

হর্ষিতের বোলিংয়ে বেসামাল হয়ে যাওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাঞ্জাব ব্যাটিং লাইন আপ। ব্যাটিং ব্যর্থতা সামাল দিতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয় সূর্যাংশ শেগড়েকে। কিন্তু তিনিও মাত্র ৪ রান করে আউট হয়ে যান। এদিন আঁটসাট বোলিং করে চাপ বাড়ান স্পিন জুটি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। দুজনের ঝুলিতেই গিয়েছে জোড়া উইকেট। এদিন প্রথম একাদশে সুযোগ পাওয়া নখিয়াও একটি উইকেট পেয়েছেন। এক উইকেট পেয়েছেন বৈভব আরোরাও। সবমিলিয়ে নাইট বোলারদের দাপটে ১৫.৩ ওভারেই শেষ হয়ে যায় পাঞ্জাব ইনিংস। সাকুল্যে ১১১ রান তুলতে পেরেছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement