সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার দল। অথচ ব্রাত্য বাঙালিরাই। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে এই বদনাম দীর্ঘদিনের। বস্তুতই কেকেআর ম্যানেজমেন্ট বাংলার ক্রিকেটারদের প্রতি একটু বিমাতৃসুলভ আচরণই করে থাকে। একসময় মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা, দেবব্রত দাসরা যে কেকেআরে দাপিয়ে খেলেছেন, সেই কলকাতা এবারে বঙ্গসন্তান শূন্য। যা নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের অভিমানও রয়েছে।
সেই অভিমান মেটাতে অবশেষে উদ্যোগী হল নাইট শিবির। সব ঠিক থাকলে কেকেআরে (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Sreyash Iyer) বদলি হতে পারেন এক বঙ্গসন্তান। তিনি সুদীপ ঘরামি। রনজি ট্রফিতে সম্প্রতি দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন সুদীপ। বাংলার ব্যাটারকে বুধবার একপ্রস্থ নেটে দেখে নিয়েছে কেকেআর। সুদীপকে আলাদা করে নাইট নেটে ডাকা হয়েছিল। তাঁকে লম্বা সময়ের জন্য ব্যাটিং করানোর পর তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-র সময় কী ভাবে ব্যাট করা উচিত, তা নিয়েও সুদীপকে পরামর্শ দেওয়া হয়। শোনা গেল, সুদীপকে বলা হয়েছে যে, তাঁর ব্যাটিং পছন্দ হয়েছে। নিজেকে তৈরি রাখতে। কয়েক দিনের মধ্যেই একটা কিছু জানানো হবে তাঁকে।
এদিকে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার জেসন রয় (Jason Roy) ঢুকে পড়েছেন নাইট সংসারে। আইপিএল থেকে সরে যাওয়া শাকিব আল-হাসানের পরিবর্ত হিসেবে। একই সঙ্গে যাবতীয় সংশয়ের মেঘ কেটে গিয়েছে বাংলাদেশের আর এক ব্যাটার লিটন দাসকে নিয়েও। খবর যা, তাতে রয় এবং লিটন–দু’জনেই যোগ দেবেন আহমেদাবাদে, আগামী ৯ এপ্রিল গুজরাত টাইটান্স ম্যাচের আগে।
শাকিবের মতো একই জটিলতায় আক্রান্ত হয়েছিলেন লিটনও (Litton Das)। কারণ, বাংলাদেশের জার্সিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে এসে তাঁর আবারও ফেরত যাওয়ার কথা আগামী মে মাসের গোড়ায়। আয়ারল্যান্ডে সিরিজ খেলতে। পরিস্থিতি যার পর যথেষ্ট ঘোরালো হয়ে যায়। হিসেব করে দেখা যায়, শাকিব-লিটন গোটা ছয়-সাত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন কেকেআরের হয়ে। যার পর শাকিব সরে যান (তাঁর কিছু ব্যক্তিগত কারণও ছিল)। কিন্তু বুধবার রাত পর্যন্ত যা খবর, লিটন আসছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট শেষের পর। কেকেআরের সঙ্গে জড়িত কেউ কেউ এ দিন বলছিলেন যে, লিটন যদি আবার মে মাসে ফিরেও যান দেশজ টিমের হয়ে খেলতে, কোনও অসুবিধে নেই। যদি বাংলাদেশ বোর্ডকে বুঝিয়েসুজিয়ে রাজি করানো যায়, এক রকম। নইলে ফিরে যাবেন লিটন, যেমন যাওয়ার কথা ছিল। তবে একই সঙ্গে বলা হল যে, অধিনায়ক শ্রেয়সের বদলি হিসেবে এখনই কাউকে নেওয়া হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.