Advertisement
Advertisement
Mitchell Starc

অবশেষে চেনা ছন্দে স্টার্ক, কোন মন্ত্রে প্রত্যাবর্তন ২৫ কোটির পেসারের?

প্রথম চারটি ম্যাচে ১৫৪ রান খরচ করে স্টার্কের ঝুলিতে ছিল মাত্র দুটি উইকেট।

KKR bowler Mitchell Starc on why he took time to back in form

মিচেল স্টার্ক। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 15, 2024 4:34 pm
  • Updated:April 15, 2024 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের (IPL) প্রথম চারটি ম্যাচ একেবারেই ভালো যায়নি মিচেল স্টার্কের (Mitchell Strac)। ১৫৪ রান খরচ করে ২৫ কোটির বোলারের ঝুলিতে ছিল মাত্র দুটি উইকেট। অবশেষে দুশ্চিন্তার মেঘ কাটল নাইট (Kolkata Knight Riders) শিবিরের মাথা থেকে। বিষাক্ত বোলিংয়ে রবিবার লখনউকে (LSG) একেবারে গুঁড়িয়ে দিয়েছেন অজি তারকা। কোন মন্ত্রে সাফল্য পেলেন তিনি? এত দেরিই বা কেন হল ফর্মে ফিরতে?

নববর্ষের ইডেনে বল হাতে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৮ রান। সঙ্গে তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ভয়ংকর হয়ে ওঠা পুরানকে ফেরালেন। দুর্ধর্ষ ডেলিভারিতে বোল্ড করলেন আর্শাদ খানকে। শাহরুখ খানও প্রশংসা করলেন দলের সবচেয়ে দামী বোলারের। অথচ তিনিই প্রথম দুটি ম্যাচে ৮ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ১০০ রান।

Advertisement

[আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটে! আইপিএলের মাঝেই ভারতকে বিশ্বকাপ হারের খোঁচা কামিন্সের]

দুরন্ত পারফরম্যান্সের পর মুখ খুললেন নাইটদের বাঁ হাতি বোলার। জানালেন আগের চার ম্যাচের ব্যর্থতার কারণও। তাঁর মতে, “আমি শেষ কয়েক বছরে টি-টোয়েন্টি ক্রিকেট সেভাবে খেলিনি। তাই ফর্মে ফিরতে আমার বেশ কিছুটা সময় লাগল। তবে এবার আমার খেলায় সেই পুরনো ছন্দই দেখা যাবে।” ঠিক কীভাবে বদল এল তাঁর ফর্মে? স্টার্ক বলেন, “আমি সবসময় চাই ব্যাটারের কাছে বল ফেলে সুইং করাতে। প্রথম দিকে সেটাই চেষ্টা করছিলাম। কিন্তু পরে বুঝলাম পিচে সেরকম সুইং নেই। তাই ব্যাটারের থেকে বল দূরে ফেলে গতির হেরফের করছিলাম।”

[আরও পড়ুন: ‘বড্ড বেশি হাসে’, চেন্নাইয়ের কাছে হারের পর হার্দিককে ‘তোপ’ তারকা ক্রিকেটারের]

ম্যাচের আগের দিন নাইটদের মেন্টর গম্ভীর স্টার্কের পাশে দাঁড়িয়েছিলেন। দুরন্ত বোলিংয়ে তাঁর সম্মান রাখলেন অজি বোলার। সেই সঙ্গে জানালেন, সমালোচকদের তিনি বিন্দুমাত্র পাত্তা দেন না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement