Advertisement
Advertisement
KKR

‘ক্রিকেটে যৌনতা কতটুকু দরকার?’ সপাটে জবাব কেকেআর কোচের

চাপ কমাতে কি যৌনতাকেই বেছে নেন ক্রিকেটাররা? কী উত্তর নাইট কোচের?

KKR batting coach Abhishek Nayar answers question related to intimate life of cricketer
Published by: Arpan Das
  • Posted:June 8, 2024 8:11 pm
  • Updated:June 8, 2024 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইট রাইডার্সের (KKR) তৃতীয় আইপিএল জয়ের অন্যতম কারিগর ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। দলের সহকারী কোচের হাত ধরেই উঠে এসেছে একাধিক নতুন তারকা। মাঠে যেরকম চাপ সামলেছেন, সেরকম মাঠের বাইরেও একের পর প্রশ্নের উত্তর দিয়ে গেলেন তিনি। যার মধ্যে ছিল যৌনতা নিয়ে প্রশ্নও।

সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন অভিষেক। সেখানে ক্রিকেট নিয়ে প্রশ্নের উত্তর দেন। ছিল কেকেআরের শিরোপা জয়ের গল্পও। কিন্তু শেষ ওভারে বাউন্সার অপেক্ষা করেছিল তাঁর জন্য। তাঁকে জিজ্ঞেস করা হয়, “শেষ প্রশ্ন ক্রিকেটে যৌনতা নিয়ে। এটা কি খেলোয়াড়দের জীবনে প্রভাব ফেলে?” হঠাৎ এই প্রশ্নের আক্রমণে কিছুটা অপ্রস্তুত হলেও সঙ্গে সঙ্গে সামলে নেন অভিষেক। তার পরই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: এক টিকিটের দাম দেড় কোটি টাকা! ভারত-পাক ম্যাচ নিয়ে মার্কিন মুলুকেও তুঙ্গে উন্মাদনা]

অভিষেক জিজ্ঞেস করেন, “আপনি কি ইতিবাচক নাকি নেতিবাচক দিক থেকে প্রশ্নটা করছেন? আপনার প্রশ্নটা খুবই খোলামেলা। যৌনতা তো থাকতেই পারে। কোনও মানুষ কি এটা ছাড়া বাঁচতে পারে? কিন্তু আপনার প্রশ্নটা ঠিক কী? এটা ভালো না খারাপ? নাকি জিজ্ঞেস করছেন, কতটুকু দরকার?” তার পরই স্পষ্ট উত্তর দেন কেকেআরের সহকারী কোচ। তাঁর সংযোজন, “এটা খুবই সাধারণ বিষয়। তবে প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টা আলাদা।”

তবে যৌনতা থাকলেও মূল লক্ষ্য থাকে ক্রিকেটই। সেটা পরিষ্কার করে দেন নায়ার। তিনি বলেন, “এটা নিয়ে প্রত্যেকের মধ্যেই একটা দ্বন্দ্ব চলে। কয়েকজন পছন্দ করেন। কেউ-বা যৌনতা থেকে দূরে থাকে। ফলে এই নিয়ে কোনও বাঁধাধরা নিয়ম চালু নেই। কেউই বেপরোয়া নয়। তবে যেহেতু চাপ থাকে, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অনেকে যৌনতার সাহায্য নেয়।”

[আরও পড়ুন: বাদ শুভাশিস! সুনীলের অবসরের পর কাতার ম্যাচের ২৩ জনের দল ঘোষণা স্টিমাচের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement