Advertisement
Advertisement

Breaking News

Kirti Azad

দিল্লি ক্রিকেট সংস্থায় নয়ছয় প্রায় ১৪০ কোটি! অরুণ জেটলির ছেলের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি অরুণ জেটলির পুত্র রোহন।

Kirti Azad makes huge allegation against DDCA chief Rohan Jaitley
Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2024 11:33 pm
  • Updated:December 11, 2024 11:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের দিনদুয়েক আগে উত্তপ্ত দিল্লি ক্রিকেট সংস্থা। বিপুল অঙ্কের অর্থ পেয়েও সেই টাকা নয়ছয় হয়েছে বলে ডিডিসিএ সভাপতি রোহন জেটলিকে তোপ দাগলেন কীর্তি আজাদ। তৃণমূল সাংসদের অভিযোগ, গত এক বছরে সবমিলিয়ে প্রায় ১৪০ কোটি টাকা আয় করেছে দিল্লির ক্রিকেট সংস্থা। কিন্তু তার অধিকাংশই নাকি নয়ছয় করা হয়েছে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন এখন ডিডিসিএর সভাপতি। একটা সময়ে বিসিসিআই সচিব হওয়ার দৌড়েও প্রবলভাবে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বোর্ড সচিব হতে পারেননি। এখন টানা দ্বিতীয়বার দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান হওয়ার লড়াইয়ে নেমেছেন জেটলিপুত্র। সেই নির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ বর্ধমান-দুর্গাপুরের সাংসদ। সভাপতি পদে নির্বাচন লড়তে মনোনয়ন দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। আর নির্বাচনের দুদিন আগেই বর্তমান সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন।

Advertisement

ঠিক কী অভিযোগ জেটলিপুত্রের বিরুদ্ধে? কীর্তির মতে, বিসিসিআই থেকে গত বছর ৭০ কোটি টাকা দেওয়া হয়েছিল ডিডিসিএকে। এছাড়াও আইপিএল, ম্যাচ ফি ইত্যাদি বাবদ আরও ৬৭ কোটি টাকা এসেছিল ক্রিকেট সংস্থার কোষাগারে। এই পরিসংখ্যান তুলে ধরে কীর্তি বলেন, প্রত্যেক মাসে ১২ কোটি এবং প্রত্যেক দিন ৪০ লক্ষ টাকা খরচ করার ক্ষমতা রয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার। কিন্তু হিসাবে দেখা যাচ্ছে, ক্রিকেট বাবদ খরচ হয়েছে মাত্র ৭ কোটি টাকা।

তাহলে বাকি টাকা কোথায় গেল? প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার কোনও হিসাব জানা যায়নি। অর্থাৎ বিরাট অঙ্ক নিয়ে নয়ছয় করেছে রোহন জেটলির নেতৃত্বাধীন বোর্ড। গোটা বিষয়টি নিয়ে কীর্তি নাকি জেটলিপুত্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। তাতেও রাজি হননি রোহন। তৃণমূল সাংসদের বিস্ফোরক অভিযোগের জবাবও দেননি তিনি। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে দিল্লি ক্রিকেট সংস্থার নির্বাচন। ভোট দেবেন ৩৭৪৮ জন সদস্য। নির্বাচনের ফলপ্রকাশ ১৬ ডিসেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement