Advertisement
Advertisement

Breaking News

Kim Sharma

খুল্লামখুল্লা প্রেম! পার্ক স্ট্রিটের রাস্তায় বান্ধবী কিম শর্মাকে চুমু লিয়েন্ডারের, ছবি ভাইরাল

আর কী কী করলেন তাঁরা?

Kim Sharma gets a kiss from Leander Paes for Christmas at Park Street, Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 24, 2021 5:36 pm
  • Updated:December 24, 2021 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে খুল্লামখুল্লা প্রেম! বড়দিন উপলক্ষে সেজে ওঠা পার্ক স্ট্রিটে হাজারো ভিড়ের মাঝেই বান্ধবী কিম শর্মার গালে ভালবাসা এঁকে দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। হাতে হাত ধরে ঘুরলেন আলোকজ্জ্বল পার্ক স্ট্রিটের রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় সেই স্পেশ্যাল মুহূর্তের ছবি পোস্ট করে কিম বুঝিয়ে দিলেন, আর কোনও রাখঢাক নয়। বেশ করেছি, প্রেম করেছি!

মাস কয়েক আগেই অলিম্পিকে পদকজয়ী টেনিসতারকা লিয়েন্ডার এবং অভিনেত্রী কিমের (Kim Sharma) মন দেওয়া-নেওয়ার কথা কানাঘুষো শোনা গিয়েছিল। প্রথমে দু’জনই ভেবেছিলেন কাকপক্ষীও টের পাবে না। গোয়ার সমুদ্রে গা ভাসিয়ে চুপচাপ প্রেম করে যে যার সংসারে রিটার্ন। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এসব কাণ্ড আর কতদিনই বা লুকিয়ে রাখা যায়! তাই সেসব গল্প চলে আসে সামনে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে লিয়েন্ডার আর কিমের বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবি। তারপর থেকে একাধিকবার একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। আর এবার উৎসবের তিলোত্তমায় শিরোনামে এই সেলেব জুটি। শীতের আদর গায়ে মেখেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: 83 Movie: মুক্তির দিনই সোশ্যাল মিডিয়ায় ‘৮৩’ ছবি বয়কটের ডাক, কিন্তু কেন?]

leander

কিমের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ব্রাউন জ্যাকেট আর নীল ডেনিম গায়ে চাপিয়ে পার্ক স্ট্রিটে (Park Street) হাজির কিম। এলোকেশি কিমের গালে চুমু বয়ফ্রেন্ড লিয়েন্ডারের। এমন ভালবাসার মুহূর্ত লেন্সবন্দি হয়ে আপলোড হয়ে যায় কিমের ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিটির সঙ্গে ক্য়াপশনে কিম লেখেন, “ইউ ডোন্ট নিড মিসেলটো।” অর্থাৎ বড়দিনের ট্র্যাডিশন মানার জন্য এ চুম্বন নয়। ভালবাসার জন্য তাঁদের কোনও কারণ প্রয়োজন নেই।

leander

সম্প্রতি রাজনৈতিক আঙিনায় পা রেখেছেন লিয়েন্ডার। গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। তারপর কলকাতা পুরভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারেও দেখা গিয়েছিল পেজকে। রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবনে যে দারুণ ব্যালেন্স করেই খেলছেন তারকা, তা তাঁদের বড়দিনের (Chrismas) প্রাক্কালের ছবিতেই স্পষ্ট।

[আরও পড়ুন: ফের আসছে ‘বড়ে মিঞা, ছোটে মিঞা’,অমিতাভ-গোবিন্দার পর এবার জুটি বাঁধছেন অক্ষয় ও টাইগার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement