Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ক্রিকেট-প্রচারক কোহলি, আইকন বিরাটে মজেছেন দ্বীপরাষ্ট্রের খুদেরা

রইল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও।

Kids of Papua New Guinea want to become Virat Kohli

কোহলি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 5, 2024 5:16 pm
  • Updated:April 5, 2024 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”টি-টোয়েন্টির প্রচারে শুধু আমার নাম ব্যবহার করা হয়।” 
যদিও অভিমান নিয়ে সেদিন কথাগুলো বলতে শোনা গিয়েছিল কোহলিকে। বিরাট কোহলি কিন্তু সত্যি সত্যি ছড়িয়ে পড়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যে প্রান্তে ক্রিকেট খুব একটা সমাদৃত নয়, সেখানেও কোহলি পৌঁছে গিয়েছেন। পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত এক গ্রামের খুদে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কোহলি। এমনই বিরাট মায়া তাঁর। তাই এক ভ্লগার যখন খুদে ক্রিকেটপ্রেমীদের কাছে জানতে চান, তাদের আদর্শ কে,  তখন সমস্বরে তারা বিরাট কোহলির নাম উচ্চারণ করেন।  

[আরও পড়ুন: অনুশীলনে অনুপস্থিত হাবাস, পাঞ্জাব ম্যাচে কি ফিরবেন স্প্যানিশ কোচ?]

সংশ্লিষ্ট ভ্লগারের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কোহলির নাম মাহাত্ম্য এমনই যে অলিম্পিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। ব্যাট হাতে কোহলি একের পর এক রেকর্ড গড়েছেন। ভারতে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোশাল মিডিয়ায় উত্তোর তাঁর অনুগামীর সংখ্যা আকাশছোঁয়া। এই বিপুল অনুগামী সংখ্যা বলে দিচ্ছে গ্লোবাল আইকন হিসেবে কোহলি সমাদৃত।

Advertisement

 

[আরও পড়ুন: ‘আফ্রিদি-রউফের ভিডিও দেখানো হচ্ছে ময়ঙ্ককে’, হাস্যকর দাবি করে ট্রোলিংয়ের মুখে পাক সাংবাদিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement