সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর ভারতের হাতছাড়া হল বর্ডার-গাভাসকর ট্রফি। গত দেড়মাস ধরে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভারতের প্রাপ্তি কেবল একরাশ হতাশা। ব্যাটিংয়ে বিরাট কোহলি, অধিনায়কত্বে রোহিত শর্মা, কোচিংয়ে গৌতম গম্ভীর- মুখ থুবড়ে পড়েছেন সবচেয়ে বেশি প্রত্যাশা জাগানো তারকারা। তবে এত ব্যর্থতার মধ্যেও আশার কিরণ হয়ে টিমটিম করছেন জশপ্রীত বুমরাহ-নীতীশ রেড্ডি। একনজরে দেখে নেওয়া যাক, বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের পাওয়া-না পাওয়ার তালিকা।
বিরাট-রোহিতের ব্যাটিং ব্যর্থতা: পারথে প্রথম টেস্ট খেলেননি। সিডনিতে শেষ টেস্টে ‘দলের স্বার্থে’ নামেননি। বাকি তিন টেস্টে করেছেন মাত্র ৩১ রান। গড় ৬.১। একনজরে এটাই রোহিতের পারফরম্যান্স অজিভূমে। ভারতীয় ক্রিকেটের কিং বিরাট কোহলিও এই সিরিজ ভুলে যেতে চাইবেন। পারথে একটি সেঞ্চুরি ছাড়া ফর্ম বলার মতো নয়। আটবার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে ফিরেছেন। ২৩.৭৫ গড়ে করেছেন ১৯০ রান। অজি সিরিজে সেরা ফর্মের বিরাট-রোহিতকে পায়নি ভারত।
রোহিতের বিশ্রী অধিনায়কত্ব: পারথ টেস্টে ভারতকে জিতিয়েছিলেন অধিনায়ক বুমরাহ। কিন্তু অধিনায়ক রোহিতের নেতৃত্বে একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত, পেসারদের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়া, গুরুত্বপূর্ণ সময়ে ঠিকঠাক ফিল্ড প্লেসমেন্ট না সাজানো- এমন হাজারো বিতর্ক হয়েছে। এমনকি সিডনি টেস্টে তাঁর সরে দাঁড়ানো নিয়েও সমালোচনার শিকার হয়েছেন অধিনায়ক রোহিত। ক্রিকেটবোদ্ধাদের অনেকেই বলেছেন, ব্যাটার হিসাবে খারাপ ফর্ম ছাপ ফেলেছে রোহিতের নেতৃত্বেও। মাত্র ৬ মাস আগে টি-২০ বিশ্বকাপ দিলেও, দাপুটে নেতা রোহিত বর্ডার-গাভাসকর ট্রফিতে উধাও।
ফ্লপ হেডস্যর গম্ভীর: অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলের কোচের হটসিটে বসেছিলেন বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু ‘জিজি’ দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক লজ্জার নজির গড়েছে ভারতীয় দল। বর্ডার-গাভাসকর ট্রফি ছিল তাঁর অ্যাসিড টেস্ট। কিন্তু সেই পরীক্ষায় ডাহা ফেল ‘জিজি’। হর্ষিত রানার মতো পেসারকে জোর করে দলে নেওয়া, প্রসিদ্ধ কৃষ্ণকে সিরিজের শুরু থেকে না খেলানোর মতো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। এছাড়াও ড্রেসিংরুমে হিটলারি মানসিকতা দেখানোর অভিযোগ উঠেছে গম্ভীরের বিরুদ্ধে। সাজঘরের অন্দরের খবর ফাঁস হয়েছে তাঁর আমলে। প্রত্যাশা সত্ত্বেও অজি সফরে কোচ গম্ভীরের থেকে ভারতের প্রাপ্তি শূন্য।
ভরসাস্থল বুমরাহ: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের অন্যতম সেরা প্রাপ্তি জশপ্রীত বুমরাহ। নেতা হোক বা বোলার, দুই ভূমিকাতেই ক্রিকেটমহলের সম্ভ্রম আদায় করে নিয়েছেন ভারতীয় পেসার। সিরিজের সেরা হয়েছেন ৩২ উইকেট তুলে নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজে এত উইকেট নেওয়ার নজির গড়তে পারেননি কোনও ভারতীয় বোলার। অধিনায়ক হিসাবে পারথে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টেও তাঁর নেতৃত্ব দুরন্ত লড়াই করেছিল ভারত। আগামী দিনের নেতা হোক বা ভারতীয় বোলিংয়ের স্তম্ভ- বুমরাহর উপরেই আস্থা রাখছে ভারত।
নজরকাড়া নীতীশ: তরুণ তুর্কি নীতীশ কুমার রেড্ডিকে অজি সফরের দলে রাখা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। কিন্তু নিন্দুকদের জবাব দিয়ে মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছেন। হায়দরাবাদের তরুণ প্রমাণ করেছেন, আইপিএলে পাওয়ার হিটিং করলেও টেস্টের কঠিন পিচে যুঝতে জানেন। পারেন কঠিন পিচে রান করতে। লোয়ার অর্ডারে নেমে প্রত্যেক ম্যাচে ভালো রান করেছেন তরুণ নীতীশ। বল হাতেও উইকেট তুলেছেন। বর্ডার-গাভাসকর ট্রফির পর তাঁকে ঘিরে আশায় বুক বাঁধছে ভারতীয় ক্রিকেটের ভক্তকুল।
এছাড়াও প্রাপ্তির তালিকায় রয়েছে ওপেনিংয়ে কে এল রাহুল-যশস্বী জয়সওয়ালের ভরসাযোগ্য ব্যাটিং। অন্যদিকে সিরিজ চলাকালীনই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে ভারতের অপ্রাপ্তির তালিকাও দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত সিরিজ হারের যন্ত্রণা আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নভঙ্গকে সঙ্গী করেই অস্ট্রেলিয়া থেকে ফিরছে মেন ইন ব্লু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.