সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপকথার ম্যাচে নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)। আর তাতেই মজে ক্রিকেট দুনিয়া। কলকাতা নাইট রাইডার্সের পাঁচ বলে পাঁচ ছক্কার সুখ্যাতি আন্তর্জাতিক মহলেও পৌঁছে গিয়েছে। রিঙ্কুর দুরন্ত ইনিংসে মুগ্ধ পর্নস্টার কেন্দ্রা লাস্টও (Kendra Lust)। ছবি পোস্ট করে জানালেন অভিনন্দন।
রিঙ্কুর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন কেন্দ্রা। আর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “রিঙ্কু- দ্য কিং”। রিঙ্কুর টানেই আইপিএলের আসরে আসতে চান পর্ন তারকা। তাই তো এক নেটিজেন যখন আমন্ত্রণ জানালেন কেন্দ্রা খুশি হলে লিখলেন, “দারুণ মজা হবে।”
উত্তরপ্রদেশের আলিগড়ে জন্ম বাঁ-হাতি ব্যাটার রিঙ্কুর। অফ ব্রেক বলও করতে পারেন। কিন্তু ছোটবেলায় খেলার সরঞ্জাম পাওয়া তো দূর, দু’বেলা ভাতও ঠিকমতো জুটত না রিঙ্কুর। যে পরিবার থেকে তিনি উঠে এসেছেন, সেখানে রীতিমতো যুদ্ধ করে ক্রিকেটটা খেলতে হয়েছে তাঁকে। কৃষক পরিবারের ছেলে রিঙ্কু। বাবা খানচাঁদ সিং গ্যাসের সিলিন্ডার বিলি করতেন।
ছোট ছোট দু’টি ঘরে চার ভাই-বোন ও মা-বাবাকে নিয়ে সংসার ছিল রিঙ্কুর। পরিবারের আর্থিক অনটন দূর করতে রিঙ্কুর দাদা ভাইকে ঝাড়ুদারের কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এতেও তাঁর ২২ গজে খেলার স্বপ্নকে ধামাচাপা দেওয়া যায়নি। কেক কেটে, শ্যাম্পেনের বোতল খুলেই হয়েছে রিঙ্কুর স্বপ্নের ইনিংসের সেলিব্রেশন। তার অবিশ্বাস্য ইনিংসে মুগ্ধ শাহরুখ, সুহানা, আরিয়ানরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.